American Consulate: কড়া নিরাপত্তার মোড়ক কলকাতার মার্কিন দূতাবাসে, হামলার হুমকি ফোনে

।। প্রথম কলকাতা ।।

American Consulate: আজ থেকে প্রায় বছর কুড়ি আগে শহর কলকাতার বুকে বিধ্বংসী জঙ্গি হামলা চলেছিল। শীতের ভোরে ডিউটি বদলের সময় কলকাতার মার্কিন দূতাবাসে হানা দিয়েছিল জঙ্গিরা। এ কে ৪৭ এর গুলিতে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল চার পুলিশ কর্মীসহ এক নিরাপত্তা রক্ষির দেহ। সেই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে ২০২২ এ ফিরে আসতে পারে সেই ভয়াবহ স্মৃতি এমনটাই মিলেছে হুমকি ফোনের মাধ্যমে জানানো হয়েছে এবার টার্গেট হতে চলেছে কলকাতার মার্কিন কনসুলেট সেখানেই হবে হামলা যার কারণে বর্তমানে কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে কলকাতার মার্কিন দূতাবাসকে।

বর্তমান ই-পেপারে প্রকাশিত খবর অনুযায়ী, কলকাতার হো চি মিন সরণির মার্কিন দূতাবাসে দিন কয়েক আগে একটি ফোন আসে। সেখানে হুমকি দেওয়া হয়েছে আত্মঘাতী বিস্ফোরণ হতে চলেছে ওই মার্কিন দূতাবাসে । এমনকি ফোনের ওপার থেকে গোটা কনস্যুলেট উড়িয়ে দেবার মত ভয়ঙ্কর হুমকিও দেওয়া হয়। আর তারপরেই মার্কিন দূতাবাসে কর্মরত কর্মীদের কপালে চিন্তার কালো ছায়া। এই ফোন কলের পর দ্রুত যোগাযোগ করা হয় কলকাতা পুলিশের সঙ্গে । ইতিমধ্যেই গোটা মার্কিন দূতাবাসের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে কয়েক গুণ। আর সেই হুমকি ফোন কোথা থেকে এসেছিল তার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের এসটিএফ।

এখনও পর্যন্ত তদন্তের ভিত্তিতে এসটিএফ যে তথ্য পেয়েছে তা হল, ওই হুমকি ফোনটি প্রক্সি সার্ভার ব্যবহার করে করা হয়েছিল। এই ধরনের ফোন মূলত জঙ্গি সংগঠন গুলি করে থাকে। বিদেশের প্রক্সি সার্ভার ব্যবহার করে ইন্টারনেটের সাহায্য নিয়ে করা হয় এই ফোন। যদিও কোথা থেকে ফোনটি করা হয়েছিল সেই সংক্রান্ত তথ্য উঠে এসেছে এস টি এফ এর গোয়েন্দাদের হাতে। ওই হুমকি ফোনের পর কনসাল জেনারেল মেলিন্ডা এম পাভেক সহ অন্যান্য কনস্যুলেট কর্মীদের নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এই বিষয়টিতে নিরাপত্তার ক্ষেত্রে কোন রকম খামতিই রাখা হচ্ছে না।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version