সুরক্ষিত পুলিশ জেলা ডায়মন্ড হারবার, শুভেচ্ছা অভিষেকের, কটাক্ষ শুভেন্দুর

 

।। প্রথম কলকাতা।।

পশ্চিমবঙ্গ পুলিশের তরফে প্রতি বছরই রাজ্যের সেরা পুলিশ জেলা বা সুরক্ষিত পুলিশ জেলা বাছাই করা হয়। রাজ্য পুলিশের তরফ থেকে ২০২২ সালের জন্য ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে। অর্থাৎ সেরার শিরোপা পেল ডায়মন্ড হারবার (Diamond Harbour) পুলিশ জেলা।

এই সম্মানিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তৃণমূল সাংসদ নিজের X হ্যান্ডলে লিখেছেন, ‘দারুণ একটা খবর জানাতে পেরে আনন্দিত। রাজ্যের মধ্যে সেরা আইনশৃঙ্খলা রক্ষক জেলা হিসাবে ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে সম্মানিত করা হয়েছে। এটা আমাদের এলাকার অসাধারণ দলগত কাজ, সংকল্প এবং জন সচেতনতার নিদর্শন। জেলার প্রতিটি মানুষ, যাঁরা একে সম্ভব করেছেন প্রত্যেককে এর জন্য কুর্নিশ।’’

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই নিয়ে কটাক্ষ করতে দেখা গেছে। শুভেন্দু অধিকারী পাল্টা লিখেছেন, কারও রাজত্বকে শীর্ষ স্থানীয় হিসেবে দেখানোর জন্য রাজ্য পুলিশের এই পদক্ষেপ দেখে আমি বিস্মিত । ডায়মন্ড হারবার পুলিশ জেলা ‘বেস্ট কেপ্ট ডিস্ট্রিক্ট’ হিসেবে পুরস্কৃত হয়েছে।’ তিনি জানান, তারা আসলে পুরস্কারের নামে ছোট করেছে। এটি নামকরণ করা উচিত ছিল; ‘বিরোধিতা দমনে সেরা জেলা বা অগণতান্ত্রিকভাবে’ বা ‘বেস্ট কেপ্ট ডিস্ট্রিক্ট অফ ভোট লুট মডেল’ বা ‘সেরা জেলা বেআইনি কার্যকলাপ ‘।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version