Jhalda Municipality: জারি ১৪৪ ধারা, কড়া নিরাপত্তার মধ্যে চলছে ঝালদায় পৌরপ্রধান নির্বাচন

।। প্রথম কলকাতা ।।

Jhalda Municipality: বহু জটিলতার পর অবশেষে আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে সোমবার অর্থাৎ আজ পুরুলিয়ার ঝালদা পৌরসভায় (Jhalda Municipality) পৌর প্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে । এই নির্বাচনকে কেন্দ্র করে গতকাল অর্থাৎ রবিবার থেকেই এলাকায় পুলিশি নিরাপত্তা জারি ছিল। ঝালদা পৌরসভার ২০০ মিটার জুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। গোটা ঝালদা শহর জুড়ে মোতায়ন করা হয়েছে বহু পুলিশ বাহিনী। কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে ঝালদা পৌরসভা। কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে।

বর্তমানে ঝালদা পৌরসভার ১২ আসনের সমীকরণ হল কংগ্রেসের ছয়টি আসন, তৃণমূলের পাঁচটি আসন এবং কংগ্রেস সমর্থিত নির্দল এর একটি আসন। বিগত বছরে পৌরসভা নির্বাচনের পর ঝালদা পৌরসভায় বোর্ড গঠন করে তৃণমূল। সেই পরিস্থিতিতে ঝালদার দু’নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর মৃত্যু হয় গুলি কাণ্ডে। যদিও উপ নির্বাচনে সেই ওয়ার্ডে জয়ী হোন কংগ্রেসের প্রার্থী মিঠুন কান্দু। পৌর নির্বাচনের পর জয়ী এক নির্দল কাউন্সিলর তৃণমূলে যোগদান করায় পুর বোর্ড গঠনে সক্ষম হয়েছিল তৃণমূল। কিন্তু সেই যোগদানকারী নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায় তৃণমূল ত্যাগ করেন। এরপর ২০২২ সালের ১৩ অক্টোবর ঝালদা পৌরসভার পৌর প্রধানের (Chairman) বিরুদ্ধে কংগ্রেস এবং নির্দল কাউন্সিলররা অনাস্থা ডাকেন।

আস্তা ভোট হয়, তবে তাতে তৃণমূলের পৌর প্রধান অপসারিত হন। পরবর্তীতে ২ ডিসেম্বর রাজ্যের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক বিভাগের কাউন্সিলর জবা মাছুয়ারকে নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয় ঝালদা পৌরসভাতে। কিন্তু কংগ্রেস ও নির্দল কাউন্সিলাররা ২৪ ঘন্টার মধ্যে পৌর প্রধান নির্বাচিত করেন নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়কে । এই নিয়ে শুরু হয় টানাপোড়েন। জল গড়ায় হাইকোর্ট (High court) পর্যন্ত। ৫ ডিসেম্বর আদালত ওই দুই পৌর প্রধানের উপর স্থগিতাদেশ জারি করে। এক মাসের জন্য অস্থায়ী পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগ করা হয় পুরুলিয়ার জেলা শাসককে। তারপর আদালতের তরফ থেকে বিচারপতি ঝালদা পৌরসভার পৌর প্রধান নির্বাচনের দিন ঘোষণা করেন ১৬ জানুয়ারি। সেই নির্দেশ অনুযায়ী আজ নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে চলছে ঝালদা পৌরসভার পুরপ্রধান নির্বাচন (Election)।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version