Madhyamik Examinee Died: হাতির হামলায় মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর, পিষে দিল দলছুট দাঁতাল

।। প্রথম কলকাতা ।।

Madhyamik Examinee Died: ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাওয়ার পথেই চরম দুর্ঘটনা। দলছুট বুনো হাতির হামলায় (Elephant Attack) প্রাণ হারাল এক মাধ্যমিক পরীক্ষার্থী। বৃহস্পতিবার সকালে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে এমন মর্মান্তিক ঘটনা ঘটে। জলপাইগুড়ির (Jalpaiguri) বৈকুন্ঠপুর ডিভিশনের বেলাকোবা রেঞ্জের মহারাজঘাট এলাকায় হাতিটি হামলা চালায় পরীক্ষার্থীর ওপরে। গুরুতর জখম অবস্থায় ওই পরীক্ষার্থীকে (Madhyamik Examinee) হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। ঘটনায় শোক প্রকাশ করেছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত (Death) ওই মাধ্যমিক পরীক্ষার্থীর নাম অর্জুন দাস। সে আজ মাধ্যমিকের প্রথম ভাষা পরীক্ষা দিতে বেরিয়েছিল বাড়ি থেকে। বাবার সঙ্গে জলপাইগুড়ির বৈকুন্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকিমারি এলাকা দিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় হঠাৎই একটি দলছুট দাঁতাল হামলা চালায়। হাতির আক্রমণে গুরুতর জখম হয় অর্জুন। তাকে উদ্ধার করে তড়িঘড়ি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারেনি অর্জুন। তার আগেই জীবন যুদ্ধে লড়াই থামায় সে।

ঘটনার খবর পাওয়ার পরেই সেখানে এসে উপস্থিত হয় স্থানীয় পুলিশ কর্মী এবং বন কর্মীরা। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, এই ঘটনা প্রসঙ্গে বৈকন্ঠপুর ডিভিশনের ডিএফও হরি কৃষ্ণণ জানান, হাতির আক্রমণের মুখে ছেলেকে ফেলে রেখে পালিয়ে গিয়েছিলেন বাবা। বাইকে চড়েই অর্জুন তাঁর বাবার সঙ্গে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। তবে হাতির আক্রমণ থেকে ছেলেকে তিনি বাঁচাতে পারেননি বাবা। যার কারণে মৃত্যু হয় ওই মাধ্যমিক পরীক্ষার্থীর। পরীক্ষার প্রথম দিন সকালেই এমন মর্মান্তিক ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এর আগেও জলপাইগুড়িতে একাধিকবার হাতির হামলায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। তবে মাধ্যমিক পরীক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকাহত পর্ষদ সভাপতিও।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version