Salman Khan: সালমান খান কলকাতায়! ৩ লক্ষের টিকিটে কী কী সুবিধা?

।। প্রথম কলকাতা ।।

Salman Khan: ১৩ বছর পর কলকাতায় সালমান খান। ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষের অনুষ্ঠানে বলিউডের ভাইজান ভাইজানকে ছুঁয়ে দেখতে চান? শোয়ের কয়েক লক্ষ টাকার টিকিটে কী কী সুবিধা পাবেন? টিকিটের এই দামে কেনা যাবে চার চাকা। কীভাবে পাবেন সালমানের শোয়ের টিকিট? বলিউডের সুপারিস্টার সালমান খানকে দেখার সুযোগ হাতছাড়া করবেন না। বলিউডের ভাইজান আসবেন। চারদিকে পড়ে গিয়েছে সাজোসাজো রব। ইস্টবেঙ্গল মাঠে হতে চলা এই শো-র টিকিট নিয়ে হুড়োহুড়ি পড়ে গিয়েছে রীতিমত।

সলমনের শো-র টিকিটের মূল্য ছাড়িয়ে গিয়েছে অরিজিতের শো-কেও। দর্শকদের বসার জায়গাকে ৮টি জোনে ভাগ করা হয়ছে। সবথেকে কম দামের টিকিট ৬৯৯ টাকায়। এক্ষেত্রে আপনাকে মাটিতে বসে দেখতে হবে। আবার ৩ লক্ষ টাকার টিকিটে এলাহি ব্যবস্থা। প্ল্যাটিনাম লাউঞ্জের টিকিটের দাম সবচেয়ে বেশি। দামি দামি বিয়ার, হুইস্কি, ওয়াইনের ব্যবস্থা থেকে আনলিমিটেড খাবারের আয়োজন। আর এত টাকার টিকিট কেটে সালমানকে কাছে থেকে দেখার সুযোগও পাবেন। গোল্ড লাউন্জ ২ লক্ষ টাকা। সিলভার লাউঞ্জের টিকিটের দাম ১ লক্ষ। ১৩ বছর পর ভাইজান আসবে কলকাতায়। শবিবার সন্ধ্যা ৬টায় শুরু হবে অনুষ্ঠান। বলিউডের অন্যতম জনপ্রিয় ডান্স ও মিউজিক্যাল শো দা-বাং এবার কলকাতায় হতে চলেছে। টগবগিয়ে ফুটছেন ভক্তরা। ৬৯৯ টাকার পর রয়েছে ভাইজান জোন এখানে দাঁড়িয়ে শো দেখতে পকেট খসাতে হবে ১৫০০ টাকা। এরপর টাইগার জোন এখানেও আপনাকে থাকতে হবে দাঁড়িয়ে। টিকিট কাটতে হবে ২২৫০ টাকার।

এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছে ইস্টবেঙ্গলের নাম। তাই এই শো-এর টিকিটের দাম বেড়ে গিয়েছে আরও বহুগুন। এই শোয়ের টিকিটের দায়িত্বে রয়েছে পেটিএম ইনসাইডার। এবার বসার টিকিটের দামগুলো জানুন। বসতে পারবেন ২৫০০ টাকার উপরে খরচ করলে। কিক জোনের টিকিটের দাম ২৫০০ টাকা। সুলতান জোন ৬০০০ টাকা। ওয়ান্টেড জোন ৬০০০ টাকা। রেডি জোন ১২ হাজার, দাবাং জোন ৬০ হাজার টাকা। দাবাং জোনে আপনাকে সোফা দেওয়া হবে। ৬০ হাজার টাকায় এন্ট্রি রয়েছে দু জনের মেম্বারশিপ কার্ড দেখালে যে কোনও দামের টিকিটের ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার তরফ থেকে। ১৩ বছর পর কলকাতায় ভাইজান। সালমান নিজেও ভীষণ উচ্ছ্বসিত।

সালমান তাঁর শো নিয়ে সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন “হাই কলকাতা, আমি ১৩ তারিখ কলকাতা আসছি। আশা করছি আপনাদের সঙ্গে ইস্টবেঙ্গল মাঠে আমার দেখা হবে। আশা রাখি, ওইদিন সকলেরই বেশ ভালো সময় কাটবে”। ‘দা-বাং, দ্য ট্যুর’-এ তিনি ছাড়াও থাকছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, ক্যাটরিনা কাইফ সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, প্রভুদেবা, গুরু রনধাওয়ারা সালমান খানের টিম ইতিমধ্যেই ইস্টবেঙ্গল তাঁবু ঘুরে দেখে গিয়েছে। তাঁর নিরাপত্তার বিষয়টাও জোরদার করা হচ্ছে। ইস্টবেঙ্গলের শতবার্ষিকী উপলক্ষ্যে এর আগেও একবার সালমান খানকে আনার পরিকল্পনা করেছিলেন ক্লাব কর্তারা করেছিলেন। কিন্তু করোনার জেরে তা সম্ভব হয়ে ওঠেনি। এবার আর সমস্যা নেই। ১৩ মে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতেই অনুষ্ঠিত হতে চলেছে গ্র্যান্ড শো দাবাং, দ্য ট্যুর-রিলোডেড।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version