Cyclone Remal: সাগরেই রুদ্রমূর্তি ‘রেমালে’র, হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পুরসভা

।। প্রথম কলকাতা ।।

 

Cyclone Remal: বাংলায় বাড়ছে ঘূর্ণিঝড় রেমালের আতঙ্ক। ক্ষয়ক্ষতির আতঙ্কে কাঁপছে বঙ্গের উপকূল ও বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। দুপুর থেকেই কলকাতায় শুরু হয়েছে বৃষ্টি। উপকূলবর্তী এলাকায় বইছে প্রবল ঝোড়ো হাওয়া। এদিকে পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্য়েই ময়দানে নেমে পড়েছে এনডিআরএফের টিম। ২টি করে টিম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে, একটি করে হাওড়া ও হুগলিতে টিম রাখা হচ্ছে। নদিয়া, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা, সাগরের কিছু অংশে এনডিআরএফ টিম মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত ১৪টি এনডিআরএফ টিমকে মোতায়েন করা হয়েছে।

 

শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ‘রেমাল’। সাগরদ্বীপের আরও কাছে রেমাল। আজ রাত ১১টা থেকে ১টার মধ্যে রেমাল ঝড়ের ল্যান্ডফল হতে পারে। আইএমডির সতর্কবার্তা অনুসারে ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ থাকবে ১২০-১৩০ কিমি প্রতি ঘণ্টা। তাজপুর, মন্দারমণিতে উত্তাল সমুদ্র। দুর্যোগের মোকাবিলায় কোমর বেঁধে তৈরি প্রশাসনও। দুযোর্গ মোকাবিলায় হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পুরসভা। নম্বর গুলো হল ২২৮৬১৩১৩, ২২৮৬১৪১৪। কলকাতায় গঙ্গায় বাতিল ফেরি চলাচল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version