।। প্রথম কলকাতা ।।
Sagardighi By Election: ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গ এবং আরও বেশ কয়েকটি রাজ্যে নির্বাচনের দামামা বেজে গিয়েছে। উত্তর-পূর্ব ভারতের তিনটি রাজ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে যেমন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে, ঠিক তেমনি ফেব্রুয়ারি মাসের একেবারে শেষের দিকে সাগরদীঘিতে (Sagardighi) অনুষ্ঠিত হবে উপ নির্বাচন। মুর্শিদাবাদের সাগরদীঘিতে উপনির্বাচন হতে চলেছে ২৭ ফেব্রুয়ারি। আর ওই কেন্দ্রের উপ নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য ২ সপ্তাহ আগেই কেন্দ্রীয় বাহিনী (Central Force) পাঠানো হচ্ছে।
সূত্রের খবর অনুযায়ী, ওই কেন্দ্রের বিরোধী দলগুলির তরফ থেকে নির্বাচন কমিশনের (Election Commission) কাছে আবেদন জানানো হয়েছিল কিছুটা আগেই সাগরদীঘিতে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর জন্য। তারই পরিপ্রেক্ষিতে আগামী ১২ ফেব্রুয়ারি সেখানে আসছে কেন্দ্রীয় বাহিনী। জানা যায়, সাগরদীঘি উপ নির্বাচন কেন্দ্রে মোট ২৪৬ টি বুথ রয়েছে। সবকটি বুথে যাতে শৃঙ্খলাবদ্ধভাবে এবং শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে তাই আগে থেকেই কেন্দ্রীয় বাহিনীর আগমন। এদিকে সাগরদীঘি উপনির্বাচনকে কেন্দ্র করে জোর কদমে প্রচার চালাতে শুরু করেছে ঘাসফুল শিবির।
সেখানে তৃণমূল প্রার্থী হলেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় (Debashis Banerjee)। আর বিজেপির তরফ থেকে উপ নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন দিলীপ সাহা (Dilip Saha)। তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক, ফিরহাদ সকলেই সাগরদীঘিতে জনসংযোগের উদ্দেশ্যে এসেছিলেন। বিরোধীরাও পিছিয়ে নেই। দিলীপ সাহার হয়ে ভোট প্রচারে আসবেন শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়রা। উল্লেখ্য, ২০২১ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের সাগরদীঘি কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন তৃণমূলের সুব্রত সাহা (Subrata Saha)। কিন্তু দুর্ভাগ্যবশত জয়যুক্ত হয়ে মন্ত্রিত্ব পদ পেয়েও এক বছরের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ২০২২ সালের ২৯ ডিসেম্বরে। আর এবার তাঁর আসনেই নতুন করে কে দায়িত্ব নেবে, এই জন্য হতে চলেছে উপ নির্বাচন লড়াই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম