National Award: জাতীয় পুরস্কারে ভূষিত সবংয়ের তিন কন্যা, গর্বিত মাদুর শিল্পীরা

।। প্রথম কলকাতা।।

National Award: এদেশের মাটিতে বরাবর গুণীদের কদর করা হয়েছে । সেই তালিকায় এবার নাম জুড়ল পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের তিন মহিলা মাদুর শিল্পীর। তাদের হাতের কাজ এবং দক্ষতায় উজ্জ্বল হল বাংলার মুখ। উন্নত মানের চোখ ধাঁধানো মাদুর বোনা এবং নকশা তৈরি করার জন্য জাতীয় পুরস্কার হাতে উঠল ওই তিন মহিলা মাদুর শিল্পীর। সবং এর বাসিন্দা মিঠুরানি জানা , গৌরীরানি জানা এবং গৌরীবালা দাস ২৮ নভেম্বর দিল্লি বিজ্ঞান ভবন থেকে তাদের জাতীয় পুরস্কার নিয়ে ফিরে আসেন সবংয়ে।

এই তিনজনেই সবং এর সারতা গ্রামের বাসিন্দা। ২০১৭ সালে মিঠুরানি এবং ২০১৮ সালে গৌরীবালা জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছিলেন। তাদেরকে পুরস্কার আরও আগেই দেওয়া হতো। কিন্তু মাঝে বাধা হিসেবে এসে দাঁড়ায় করোনা অতিমারি । তাই ২০২২ সালের ২৮ নভেম্বর জাতীয় পুরস্কার তাদের হাতে তুলে দেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পিযুষ গোয়েল। জাতীয় পুরস্কার হাতে পেয়ে স্বাভাবিকভাবেই আনন্দের ছাপ চোখে মুখে স্পষ্ট সবংয়ের এই মহিলা মাদুর শিল্পীদের।

শুধুমাত্র তাঁরাই নন তাদের স্বামীদের নামও জুড়েছে জাতীয় পুরস্কারের সঙ্গে। মিঠুদেবীর স্বামী অলক জানা এবং গৌরীরানির স্বামী তাপস জানা এর আগে জাতীয় পুরস্কার পেয়েছেন। বলাই বাহুল্য, এতে বেজায় আনন্দিত হয়েছেন এই মহিলা মাদুর শিল্পীরা বিশ্বজুড়ে সবং এর তৈরি মাদুরের খ্যাতি রয়েছে। এখানকার অধিকাংশ পরিবারই মাদুরাকাঠি চাষ এবং মাদুর বোনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত জাতীয় পুরস্কার প্রাপ্ত এই মহিলা মাদক শিল্পীরাও একেবারে ছোটবেলা থেকেই মাদুর শিল্পে নিজেদের হাত পাকা করে নিয়েছিলেন। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাদুর শিল্পীদের কথা ভেবে মাদুরহাব তৈরি করার কথা পূর্বেই ঘোষণা করেছেন। এই তিন মাদুর শিল্পীর সাফল্যে স্বাভাবিকভাবেই অত্যন্ত আনন্দিত সবংবাসী।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version