Russia-Ukraine: ইউক্রেনে সবচেয়ে বড় হামলা রাশিয়ার! একসঙ্গে ৭০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ মস্কোর

।। প্রথম কলকাতা ।।

Russia-Ukraine: দিন দিন রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ আরও বিপজ্জনক হয়ে উঠছে। এবার একসঙ্গে ইউক্রেনের উপর ৭০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধের পর এটিকে এখনও পর্যন্ত সবচেয়ে বড় এবং বিপজ্জনক আক্রমণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। শুক্রবার ইউক্রেনের (Ukraine) কর্মকর্তারা এই ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল, তা এখনও শেষ হয়নি। দু’দেশের মধ্যে যুদ্ধ চলছে অবিরাম। যুদ্ধ থামার বদলে বরং ইউক্রেনের উপর আরও হামলা জোরদার করেছে মস্কো। শুক্রবার ইউক্রেনের উপর সবচেয়ে বড় হামলা করেছে রাশিয়া। একই দিনে ৭০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ সেনা। এর দরুন কিয়েভে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

‘Khabar India TV’র রিপোর্ট অনুযায়ী, এই হামলায় দুজনের মৃত্যু হয়েছে। রাশিয়ান ক্ষেপণাস্ত্রটি (Missile) একটি অ্যাপার্টমেন্ট বল্কে আঘাত করেছে। অন্যদিকে পূর্ব ইউক্রেনের দখলিকৃত অংশে নিজেদের কর্মকর্তাদের মোতায়েন করেছে রাশিয়া। এই কর্মকর্তাদের কথায়, ইউক্রেনের গোলাবর্ষণে ১১ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে কিয়েভ আবারও সতর্ক করেছে যে, মস্কো আগামী বছর নতুনভাবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সাম্প্রতিককালে ইউক্রেনের উপর ঘন ঘন হামলা চালাচ্ছে পুতিনের সেনাবাহিনী। এর আগেও ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল রুশ সেনা (Russia)। ইউক্রেনের কর্মকর্তারা অন্তত তিনটি শহরে বিস্ফোরণের খবর জানিয়েছেন।

ইউক্রেনের কর্মকর্তাদের কথায়, রাজধানী কিয়েভ (Kyiv), দক্ষিণ ক্রিমিয়ান অঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলীয় শহর খারকিভে (Kharkiv) বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তায় দেশজুড়ে অ্যালার্ম বাজানো হয়েছে। গত অক্টোবরের মাঝামাঝি থেকে ইউক্রেনের জ্বালানি স্থাপনা ও অবকাঠামোতে বেশ কয়েকটি বড় বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো। খারকিভের মেয়র ইহোর তেরেকভ জানিয়েছেন, শহরটি ক্ষমতা হারিয়েছে। মনে করা হচ্ছে, এবার আমেরিকা যদি ইউক্রেনকে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে, তবে তা রাশিয়ান সেনাবাহিনীর লক্ষ্যবস্তু হবে। এক কথায়, যত দিন এগোচ্ছে তত ইউক্রেনের উপর হামলা বাড়াচ্ছে মস্কো। যুদ্ধ শেষ হওয়ার কোনও নাম গন্ধ পাওয়া যাচ্ছে না। এদিকে বারবার পুতিনকে যুদ্ধ থামিয়ে আলোচনায় বসার কথা বলছে ভারত। গতকাল, শুক্রবার আবারও ফোনে কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version