Russia Ukraine war: ইউক্রেনে আকাশে রাশিয়ার গুপ্তচর বেলুন! পুতিনের অফিসে কোন গোপন তথ্য পৌঁছল?

৷৷ প্রথম কলকাতা ৷৷

Russia Ukraine war: আমেরিকা চিন নয় এবার রাশিয়া ইউক্রেন হবে বেলুন যুদ্ধ৷ চিনের প্রযুক্তি কিনে নিলেন নাকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমীর পুতিন? বেলারুশ রাশিয়াকে ঢুকিয়ে নেবে নিজেদের দেশে৷ যুদ্ধ এরপর কতটা ভয়ানক হবে ধারণা করতে পারছেন৷ ইউক্রেনের পূর্বাঞ্চলের লুহানস্কে প্রতিমূহুর্তে ধেয়ে আসছে রুশ সেনা৷ ন্যাটোর সামরিক ও মানসিক সাহায্য ইউক্রেনের কোনও লাভ আদৌ হচ্ছে কি? আমেরিকা ন্যাটো ইউক্রেনকে যা দিয়েছে এতদিনে তো যুদ্ধে জিতে যাওয়ার কথা ছিল৷ কিন্তু বাস্তবে তেমনটা হচ্ছে না৷

আমেরিকা যেভাবে ভিকটিম হয়েছিল তেমনটাই হচ্ছে ইউক্রেন৷ ড্রোনের যুগে এবার গুপ্তচর বেলুনের রমরমা৷ ঝাঁকে ঝাঁকে বেলুন গুপ্তচর ইউক্রেনের রাজধানী কিয়েভের আকাশে৷ জেলেনস্কির দেশ দাবি করছে এগুলো রাশিয়ার গুপ্তচর বেলুন৷ এর মানে পুতিন এখন ড্রোন ছেড়ে বেলুন পাঠাচ্ছেন৷ চিনের প্রযুক্তি কিনে নিল নাকি রাশিয়া? জানা যাচ্ছে এক ঝাঁক সেই বেলুনের৷ কয়েকটাকে গুলি করে ভূপাতিত করা হলেও সবগুলোকে করা যায়নি৷ ইউক্রেনের ভিতরকার কতটা গুপ্ত তথ্য এই মূহুর্তে পুতিনের অফিসে পৌঁছে গিয়েছে বিশ্ব জানতে চায়, আমেরিকা জানতে চায়৷

বেলারুশ মাঠে নামছে রাশিয়ার হয়ে৷ এ কি বলে দিলেন অ্যালেকজান্ডার লুকাশেঙ্কো? ইউক্রেনের ওপর রাশিয়ার নতুন আক্রমণের জন্য ঘাঁটি হিসেবে নিজ দেশের ভূখণ্ড ব্যবহার করতে দিতে তিনি প্রস্তুত। ভূকৌশলগত কতটা সমস্যায় পড়ে যাবে ইউক্রেন এবার? রাশিয়া থেকে সেনা ঢুকে আক্রমণ হবে ইউক্রেনের ওপর৷ লুকাশেঙ্কো জানিয়েছেন, বেলারুশ এ যুদ্ধে অংশ নেবে না ঠিকই কিন্তু কিয়েভ পাল্টা আক্রমণ করলে বেলারুশ তার জবাব দেবে৷ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, লুহানস্ক অঞ্চলে রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের সেনারা পিছু হটেছে৷ এদিকে ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইগনট বলছেন, নজরদারির পাশাপাশি, ইউক্রেনের বিমান হামলা প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দুর্বল করতে বেলুনের ঝাঁক পাঠাতে পারে রুশ সেনা৷

এই গুপ্তচর বেলুন এমন অনেক তথ্য আনতে পারে যা ড্রোনও পারে না৷ রিপোর্ট বলছে, আকাশপথে হামলা চালাতে ইউক্রেনের সীমান্তে যুদ্ধবিমান ও হেলিকপ্টার জড়ো করতে শুরু করেছে রাশিয়া৷ তাহলে সেজন্যই কি আগে এবার বেলুন পাঠিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে নিল ক্রেমলিন? প্রশ্ন এড়িয়ে যাওয়া যাচ্ছে না৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version