Russia china: যুদ্ধে রাশিয়া বড় সাহায্য করছে চিন? মার্কিন যুক্তরাষ্ট্রের কড়া হুমকি, কী হতে চলেছে?

৷৷ প্রথম কলকাতা ৷৷

Russia china: চিন রাশিয়াকে যুদ্ধে বড়সড় সাহায্য করতে চলেছে৷ অস্ত্র, সামরিক শক্তি নাকি অন্য কিছু পুতিনকে কি দেবেন জিনপিং? আমেরিকার হুঙ্কার চিনকে আটকাতে পারবে? বড়সড় হুমকি মুখে পড়ে গেল ইউক্রেন চিন যুদ্ধের ময়দানে কোন হাতিয়ার নিয়ে নামছে? সবথেকে বড় ভয় তো চিনই৷ টানা একটা বছর চুপ থাকার পর এবার কোন রূপ দেখাবে বেজিং? চিনের ডিপ্লোম্যাট তথা বিদেশমন্ত্রী ওয়াং ই মস্কোয় গিয়েছিলেন কিছু একটা বড় যে হতে চলেছিল বোঝা যাচ্ছিল তখনই৷ চিন রাশিয়াকে যুদ্ধে মিলিটারি সাহায্য দিতে পারে৷ শুধুই কি তাই হাতিয়ার বানানোর কাঁচামালও দিতে পারে চিন৷ চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইকে সাবধান করে দিল আমেরিকা৷ ইউক্রেন এবার কোথায় যাবে, কিভাবে বাঁচাবে নিজেদের?

বলতে বাধা নেই আমেরিকা এবার ভয় পাচ্ছে নাকি ড্রাগনের দেশকে৷ মার্কিন যু্ক্তরাষ্ট্র ফাঁস করে দিয়েছে পুতিনের নয়া স্ট্র্যাটেজি৷ ভালো করে বুঝুন রাশিয়া কিন্তু সাহায্য চাইতে যায়নি চিনে৷ চিনের বড়সড় কূটনৈতিক ব্যক্তিত্ব ওয়াং ই সোজা এল মস্কো সফরে৷ আর সেই ওয়াং ইকে এবার বড়সড় হুঁশিয়ারি দিচ্ছে আমেরিকা৷ বিবিসি রিপোর্ট বলছে, আমেরিকার সেক্রেটারি অব স্টেট অ্যাটন্টি ব্লিঙ্কনের হুঙ্কার৷ রাশিয়াকে অস্ত্র দিলে মারাত্মক ফল ভুগতে হবে চিনকে৷ চিন রাশিয়াকে ইউনিফর্ম ও বডি ওয়ারমার দিতে চলেছে এমনটা আমেরিকার দাবি৷

অনেকেই বলছেন চিন এসব কথা কানেও তুলবে না৷ আমেরিকা তুলেছিল নাকি রাশিয়ার এত হুঙ্কার সত্ত্বেও৷ ইউক্রেনকে লাগাতার সাহায্য এমনকি সামর্থর বাইরে গিয়ে ট্যাঙ্কার থেকে শুরু করে অস্ত্র কি দেয়নি পশ্চিমারা৷ তবে এবার যদি চিনই পশ্চিমাদের বিরুদ্ধে গিয়ে রাশিয়ার সঙ্গে হাত মেলায় বুঝতে পারছেন৷ ২০২৩ এবার ভয়ানক কিছুর স্বাক্ষী হতে পারে বলেই মনে করা হচ্ছে৷ কূটনৈতিক মহল বলছে চিন রাশিয়াকে শুধু প্রতিরক্ষায় নয় আর্থিকভাবেও সাহায্য করতে পারে৷ ২০২২ মার্চ মাস যুদ্ধ শুরুর কয়েকদিনের মধ্যে আমেরিকা চিনকে একইভাবে চমকানোর চেষ্টা করেছিল৷ চিন নিজের মর্জির মালিক কারোর হুমকিতে ভয় পায়না এবার পরিস্কার হয়ে যাচ্ছে সেটাই৷

আমেরিকা নিজেই এই মূহুর্তে বিশাল একটা হুমকির মধ্যে রয়েছে বলছে কূটনৈতিক মহল৷ একেই চিনের স্পাই বেলুন নিয়ে পাগল হয়ে যাচ্ছে তারা৷ তারপর এবার যদি রাশিয়াকে সব উজার করে দেয় চিন৷ তাহলে বিশ্বের তাবড় তাবড় দেশগুলোর, কূটনৈতিক, বাণিজ্যিক সবক্ষেত্রেই বড় এফেক্ট পড়বেই পড়বে৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version