দার্জিলিংয়ে ফের চালু হচ্ছে রোপওয়ে! নতুন চমক

।। প্রথম কলকাতা ।।

পাহাড়কে জাপটে ধরে রয়েছে মাইল জুড়ে চা বাগান আর মাঝে মাঝে উঁকি দিচ্ছে সুন্দরী কাঞ্চনজঙ্ঘা। পাহাড়ের রানি দার্জিলিংয়ে আরও পর্যটক টানতে এবার নতুন সাজে রোপওয়ে। গত আট বছর রোপওয়ে বন্ধ রয়েছে শৈলশহরে। সেই পরিষেবা ফিরিয়ে আনতে চাইছে রাজ্য সরকার। কবে থেকে রোপওয়ে করে পাহাড় ভ্রমণ শুরু? রোপওয়ে যাত্রা হতে চলেছে আরও আকর্ষণীয়। দার্জিলিংয়ে যারা বেড়াতে তাদের অনেকেই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে রোপওয়েতে ওঠেন। সেখান থেকে শৈল শহরকে খুব সুন্দর ভাবে দেখা যায়। শুধু বাইরের পর্যটকরাই নয়, যাতায়াতের জন্যও দার্জিলিংয়ের বাসিন্দারা এক সময় রোপওয়ে ব্যবহার করতেন।

১৯৬৮ সালে রাজ্য বন দফতরের উদ্যোগে দার্জিলিংয়ের চকবাজার থেকে সিংলাবাজারের মধ্যে প্রথম এই রোপওয়ে সার্ভিস চালু হয়। পরবর্তীকালে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব তুলে দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভলপমেন্ট সার্ভিস-এর হাতে। শুরুর দিকে সিঙ্গল ট্র্যাক জিগ ব্যাক সিস্টেমে এই রোপওয়ে চলতো পুরোনো সিস্টেম বদলে মনোমেবল গন্ডোলা সিস্টেম চালু হয়। ২০০৩ সালে দার্জিলিংয়ের এই রোপওয়ে ছিঁড়ে যায়। তখন চারজন পর্যটকের মৃত্যু হয়েছিল। তাই আট বছর রোপওয়ে পরিষেবা বন্ধ ছিল। ২০১২ সালে নতুন করে এই পরিষেবা চালু হলেও আপাতত যে রুটে রোপওয়ে চলছে সেটার দূরত্ব মাত্র ২.‌৩ কিলোমিটার। এই রোপওয়ে দিয়ে পরাহাড়ের সৌন্দর্যকে খুব কাছ থেকে দেখা যায়।

আগের থেকে শৈলশহরে মানুষের বাস বেড়েছে আআরও এই রোপওয়ে রুটের একদম নীচের দিকে রয়েছে রাম্মাম নদী ও রাম্মাম উপত্যকা, তবে সেই পুরনো ব্যবস্থাকে পাল্টে একদম নতুন মোড়কে সাজিয়ে তোলা হচ্ছে।দার্জিলিংয়ে যে পুরোনো রোপওয়ে রুট ছিল সেটিকে সংষ্কার করা হবে। তৈরি হবে নতুন টার্মিনাল মাঝের স্টেশনের সংখ্যাও বাড়বে। যাত্রীদের জিনিসপত্র রাখার জন্য বানানো হবে ক্লক রুম। পর্যটকদের সুবিধার দিকে নজর দিয়ে। সংবাদমাধ্যমে এমনই তথ্য দাবি করা হয়েছে।

শুধু তাই নয় রোপওয়ে দিয়ে যাওয়ার সময় মাঝপথে কোনও দুর্ঘটনা ঘটলে যাতে তাড়াতাড়ি যাত্রীদের নামিয়ে আনা যায় তার জন্য বিশেষ ধরনের ব্যবস্থা থাকবে। তার জন্য প্রশিক্ষিত কর্মীদের নিয়োগ করা হবে। পর্যটকরা বিপদে পড়লে বিপদ সঙ্কেত পাঠানোর জন্য অ্যালার্ম সিস্টেমও থাকবে। পুরো যাত্রাপথ সিসিটিভি দিয়ে মুড়ে দেওয়া হবে। দুর্ঘটনার কারণে কেউ হতাহত হলে তাঁদের জন্য বীমার ব্যবস্থা করা হবে। এবার সব দিকে নজর রেখেই চালু হচ্ছে রোপওয়ে পরিষেবা। তা বোঝাই যাচ্ছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version