Recruitment 2023 : রাজ্যের বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে স্টাফ নিয়োগ, বেতন ৫০ হাজার পর্যন্ত

।। প্রথম কলকাতা।।

Recruitment 2023 : রাজ্যের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুড়িডিক্যাল সায়েন্সে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । অ্যাকাডেমিক এবং নন টিচিং স্টাফ পদে কর্মী নিয়োগ করা হবে। প্রতিটি পদের কর্মীকে মোটা অঙ্কের বেতন দেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। পশ্চিমবঙ্গের অন্তর্গত যে কোন জেলার যুবক-যুবতীরা এই চাকরির জন্য আবেদন করতে পারেন। অফলাইন এবং অনলাইন দুইভাবেই আবেদন করা যাবে।

জেনে নিন এই পদগুলিতে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন , কীভাবে আবেদন করতে হবে, বেতন কত দেওয়া হবে এবং কোন কোন পদে নিয়োগ করা হবে।

পদ: ১. টিচিং অ্যাসিস্ট্যান্ট (শূন্য পদ ১)
২. পোস্ট ডক্টোরাল ফেলো (শূন্য পদ ২)
৩. রিসার্চ অ্যাসোসিয়েট , ল বা সোশ্যাল সায়েন্স ( শূন্যপদ ১)
৪. অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টু ভাইস চ্যান্সেলর ( শূন্য পদ ১)
৫. হোস্টেল ম্যানেজার ( শূন্য পদ ১)

বেতন: ১. টিচিং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে ৫০,০০০ টাকা।
২. Post Doctoral ফেলো পদের জন্য প্রতি মাসে বেতন দেওয়া হবে ৫০ হাজার টাকা
৩. রিসার্চ অ্যাসোসিয়েট পদে প্রতি মাসে বেতন দেওয়া হবে ৪০ হাজার টাকা
৪. অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টু ভাইস চ্যান্সেলর পদে বেতন দেওয়া হবে ৪৪ হাজার ৯০০ টাকা।
৫. হোস্টেল ম্যানেজার পদের জন্য বেতন দেওয়া হবে ৩৫ হাজার ৪০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা :

১. টিচিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য আবেদনকারীর যে কোন স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে পিএইচডি বা NET সহ ল্যাঙ্গুয়িস্টিক্স বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

২. পোস্ট ডক্টোরাল পদে নিয়োগের জন্য আবেদনকারী কে যে কোন স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল সায়েন্স অথবা আইন বিষয়ে পিএইচডি করতে হবে।

৩. রিসার্চ অ্যাসোসিয়েট পদের জন্য আবেদনকারীকে NET/SLET সহ মাস্টার ডিগ্রি উত্তীর্ণ হতে হবে।

৪. অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টু ভাই্স চ্যান্সেলর পদের জন্য ইচ্ছুক আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আর্টস বা কমার্স বা সায়েন্স বিষয়ে মাস্টার ডিগ্রি করতে হবে।

৫. হোস্টেল ম্যানেজার পদের জন্য আবেদনকারীর যে কোন শাখায় স্নাতক ডিগ্রি থাকতে হবে।

আবেদন পদ্ধতি :

* অনলাইনে যারা আবেদন করতে চান তাঁরা www.nujs.edu এই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট লিংকে ক্লিক করে আবেদন পত্রটি ডাউনলোড করুন। তারপর সেই আবেদন পত্রটি প্রিন্ট করে তাতে সঠিক তথ্য পূরণ করুন। আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র গুলি জুড়ে একটি পিডিএফ তৈরি করুন। আর তারপর সেই পিডিএফ ফাইল টি পাঠিয়ে দিন register@nujs.edu এই ইমেইল আইডিতে।

* অফলাইন মাধ্যমে আবেদন করা যেতে পারে তবে । তার জন্য আপনাকে পিডিএফ ফর্মটির হার্ডকপি পাঠিয়ে দিতে হবে নিচের ঠিকানায়।

The West Bengal National University Of Juridical Science, Dr.Ambedkar Bhawan 12,LB Block, Sector 3, Salt Lake City, kolkata 700106

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version