Young Professional Recruitment: কেন্দ্রীয় কৃষি এবং কিষান কল্যাণ মন্ত্রণালয়ের তরফ থেকে জারি করা হল অফিসিয়াল বিজ্ঞপ্তি। নিয়োগ করা হবে ইয়ং প্রফেশনাল পদে। কলকাতা সহ মোট সতেরোটি সেন্টারে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে । পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই আগ্রহী চাকরিপ্রার্থীরা এই চাকরিতে নিযুক্ত হওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। ইয়ং প্রফেশনাল পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কী, শূন্য পদ রয়েছে কতগুলি, মাসিক বেতন হবে কত এবং কী ভাবে এই পদে নিয়োগের জন্য আবেদন করা যাবে সেই সংক্রান্ত সমস্ত তথ্য রইল প্রতিবেদনে।
পদ: কৃষি ও কিষাণ কল্যাণ মন্ত্রণালয়ের ইয়ং প্রফেশনাল
মাসিক বেতন: নির্দিষ্ট পদে নিযুক্ত কর্মীদের বেতন মাসিক ৫০ হাজার টাকা
বয়স: ১৮ থেকে ৩৫ বছর বয়সী যে কোন আগ্রহী চাকরিপ্রার্থী এই ইয়ং প্রফেশনাল পদে নিয়োগের জন্য আবেদন জানাতে পারেন।
আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা :
* আবেদনকারীকে যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে এগ্রিকালচার বা হার্টিকালচার বিষয়ে গ্রাজুয়েশন পাশ করতে হবে। এছাড়াও হর্টিকালচার পোস্ট/ হারভেস্ট টেকনোলজি /এগ্রিকালচার ইকোনমিক্স/ এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং /পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট /ফুড টেকনোলজি/ ফুড সায়েন্স উক্ত এই বিষয়গুলির মধ্যে যেকোনো একটিতে পোস্ট গ্র্যাজুয়েশন করতে হবে। কিংবা
* হর্টিকালচার বা এগ্রিকালচার বিষয়ে এগ্রিকালচার বিজনেসে এমবি এর ডিগ্রি থাকতে হবে
* আবেদনকারীকে কম্পিউটারে এমএস অফিস, পাওয়ার পয়েন্ট এবং এক্সেল ইত্যাদি সম্পর্কে অবগত থাকতে হবে।
শূন্যপদ: এই পদের জন্য আপাতত ১৭ জন কর্মী নিয়োগ করা হবে
আবেদনের শেষ তারিখ: ২৭.১১.২০২২, আবেদনের জন্য কোন রকম টাকা দিতে হবে না।
আবেদনের প্রক্রিয়া:
* ন্যাশনাল হটিকালচার বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে তার মাধ্যমে অনলাইনে এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন আবেদনকারীরা
* আবেদনের সময় অবশ্যই আবেদনকারীকে তাঁর স্থায়ী একটি মোবাইল নম্বর এবং ই-মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে
* রেজিস্ট্রেশনের পর মেন পেজ ওপেন হলে সেখানে আবেদনকারীর নাম, বয়েস ,ইমেল আইডি এবং শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যে সকল তথ্যগুলি চাওয়া হবে তা পূরণ করতে হবে।
* সমস্ত তথ্য পূরণ করার পর অনলাইন ফর্মটিকে সাবমিট করতে হবে
* অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে সেই আবেদন পত্রের একটি হার্ডকপি বের করতে হবে।
* সেই হার্ড কপিটি পাঠাতে হবে এই ঠিকানায়।
ম্যানেজিং ডিরেক্টর, ন্যাশনাল হটিকালচার বোর্ড, প্লট ৮৫, সেক্টর ১৮, ইনস্টিটিউশনাল এরিয়া, গুরুগ্রাম (হরিয়ানা) , পিন-১২২০১৫
যে সমস্ত সেন্টারগুলিতে নিয়োগ করা হবে
কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, গুয়াহাটি, নাসিক, শ্রীনগর, হায়দ্রাবাদ, ভোপাল, বিজয়ওয়াড়া,,ভুবনেশ্বর দেরাদুন, নাগপুর ,রাঁচি, রায়পুর ,পাটনা, গোয়ালিয়ার, পুনে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম