Award for Govt Employees: সপ্তাহের সেরা সরকারি কর্মীদের স্বীকৃতি, পুরস্কার দেবে নবান্ন

।। প্রথম কলকাতা ।।

Award for Govt Employees: সরকারি কর্মীদের (Govt Employees) জন্য নয়া উদ্যোগ নবান্নের (Nabanna)। গোটা সপ্তাহে যদি কোন সরকারি কর্মী কর্মক্ষেত্রে সেরা হন তবে তিনি নবান্নের তরফ থেকে বিশেষ ভাবে স্বীকৃতি পাবেন। পাশাপাশি অন্যান্য কর্মীদের সামনে তার কাজের কথা তুলে ধরা হবে। প্রতি সপ্তাহে পর্যবেক্ষণের ভিত্তিতে ঠিক করা হবে কোন কর্মী এই স্বীকৃতি পেতে চলেছেন। সেই উদ্দেশ্যে নানান তথ্য সংগ্রহ করা হবে জেলা থেকে। পুরস্কার পেতে কার না ভালো লাগে। সেটা যদি হয় কর্মক্ষেত্রে, তাহলে তার মাত্রাটাই আলাদা। কর্মক্ষেত্রে পুরস্কার পেলে কাজের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ অনেক গুণ বৃদ্ধি পায়।

আশা করা হচ্ছে, এর ফলে কর্মীদের মধ্যে ভালোভাবে কাজ করার প্রতিযোগিতা বৃদ্ধি পাবে এবং কর্মসংস্কৃতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। এই বিষয়টি তদারকি করছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। কাজটি যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় তাই সব জেলা শাসকের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। নির্দেশিকা অনুযায়ী সরকারি সাধারণ কর্মী থেকে শুরু করে অফিসারদের ভালো কাজে তালিকা তৈরি করতে হবে। তারপর সেই বিষয়ে তথ্য তুলতে হবে সমন্বয় পোর্টালে। পরবর্তীকালে যখন কোন প্রকল্প নিয়ে কাজ হবে তখন ভালো কাজের জন্য স্বীকৃতি পাওয়া এই অফিসারদের ভূমিকাও তুলে ধরা হবে। বৃহস্পতিবার নবান্নের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইভাবে প্রত্যেক সপ্তাহে সরকারি কর্মচারীদের কাজের মূল্যায়ন করা হবে। পাশাপাশি রয়েছে বিশেষ স্বীকৃতি।

এমন একটা সময় নবান্নের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে যখন সরকারি কর্মীরা ডিএ (DA) এর জন্য আন্দোলন করছেন। তার মাঝে নবান্নের এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিষয়টি নিয়ে সরগরম রাজনৈতিক মহল। আন্দোলনকারীদের দাবি অনুযায়ী, যদি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা না পাওয়া যায় তাহলে তারা আন্দোলনের সিদ্ধান্ত থেকে একটুও নড়বেন না। অপরদিকে মনে হচ্ছে, আগের তুলনায় কর্মীদের ছুটিছাটা যেমন বেড়েছে তেমনই কর্মক্ষেত্রে শৃঙ্খলাও ফিরে এসেছে। এসবের মাঝেই সরকারি কর্মচারীদের স্বীকৃতি দিতে নয়া পদক্ষেপ নিল নবান্ন। প্রতি সপ্তাহে তুলে ধরতে হবে ভালো কাজের খতিয়ান। নবান্ন সূত্র অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ভালো কাজের পর্যালোচনা করবে রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে পরিচালিত বিশেষ দল। আশা করা হচ্ছে, এর ফলে কর্মীরা কর্মক্ষেত্রে ভালো কাজে উদ্বুদ্ধ হবেন, পাশাপাশি কাজের মান বাড়বে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version