Lok Sabha Election Result 2024: রিয়েল হিরো দেব, জনতা জনার্দনের পছন্দ ঠেকাবে কে! হিরণ হোঁচট খেলেন বড্ডো জোরে

।। প্রথম কলকাতা ।।

 

Lok Sabha Election Result 2024: হিরো কে জিরোই বা কে? প্রহর গুনছিল ঘাটাল। হিরণকে টেক্কা দেব দিতে পারবে তো? প্রশ্নটা ছিল সকলের মনে। কু কথা নয় কাউকে ছোট করে নয়, রাজনীতি হওয়া উচিত সৌজন্যে বারবার প্রথম থেকে বলে এসেছেন দেব। লোকসভা ভোটে এবার নজরে ছিল ঘাটাল। এই এলাকা টলিউড সুপার স্টার দেবের গড় বলেই পরিচিত। বিপুল ভোটে জয়লাভ করলেন দীপক অধিকারী। অর্থাৎ আপনাদের সকলের প্রিয় স্টার দেব। ত্রিমুখী লড়াই তে জয় ছিনিয়ে নিলেন দেব।

 

ঘাটালে বিজেপি নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করে হিরণের নামই। ঘাটাল লোকসভা কার দখলে থাকবে গণনার প্রথম থেকেই সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল জনমনে। কারণ দুজনেই টলিউডের তারকা। তবে একজনের অভিনয় জগতে ক্যারিয়ার গ্রাফ ক্রমশ নিচে নেমেছে। অন্যদিকে সাফল্যের এক নয়া অধ্যায় তৈরি করলেন দেব। লোকসভা নির্বাচনের ঠিক আগে একাধিক পর থেকে ইস্তফা দিয়েছিলেন দেব। এরপরেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছিল। যদিও তা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন দেব স্বয়ং।
ফের একবার তিনি ঘাটালের সাংসদ হওয়ার জন্য লড়াই করলেন। ১ লক্ষ ৪৭ হাজারেরও বেশি ভোটে প্রতিপক্ষকে হারালেন দেব।

 

দেব ২০১৪ সাল থেকে খাতা লোকসভা কেন্দ্রের সাংসদ। প্রচারে বেরিয়ে রাজনীতির মঞ্চে দেব বনাম হিরণের বাদানুবাদের ঝাঁঝ দিন বেড়েছে। দেব অবশ্য বলেছিলেন হিরণ যত আমাকে আক্রমণ করবে তত আমার ভোট বাড়বে। পাশাপাশি বলেছিলেন, সৌজন্য আমার দুর্বলতা নয়, হিরণ যেভাবে আক্রমণ করছে এত নিচে নেমে গিয়ে কোনদিন ঘাটালে জেতা সম্ভব নয়। ঘাটালে ভোটে জিততে গেলে ভালোবাসা দিয়ে জিততে হবে এমনটাই দাবি রেখেছিলেন দেব। আর সেটাই করে দেখালেন সুপারস্টার। যদিও প্রথম থেকেই দেবের জয়ের সম্ভাবনা প্রবল ছিল। একদিকে টলিউডের চ্যাম্পিয়ন অন্যদিকে মাচো মাস্তানা। একাধিকবার দেব কে আক্রমণ করেছিলেন হিরণ।

 

কখনো কাটমানির ভাগ নেওয়ার অভিযোগ আবার কখনো দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগ। কিন্তু প্রতিবারই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন দেব। ঘাটালে এইবার হাই প্রোফাইল লড়াই হবে এটা সবাই জানতো। আর তাতে বাকযুদ্ধের তীব্রতা যে বাড়বে সেটাও জানতো। প্রচারে নেমে নায়কোচিত ভঙ্গিতে বারবার ধরা দিয়েছিলেন দেব। তাঁকে কাছ থেকে দেখতে পেয়ে উল্লাসে ফেটে পড়েন মানুষজন। ঘাটালেরই ছেলে দেব। তবে প্রথমে দেব লড়তে চাননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে কথা বলার পরই মত বদল করেন এবং প্রার্থী হতে রাজি হন।

 

বর্তমান প্রজন্মের কাছে জনপ্রিয় নায়ক তিনি। মানুষ তার কাছ থেকে কি প্রত্যাশা করে সেটাই তিনি করে গিয়েছিলেন প্রচারজুড়ে। রুপোলি পর্দার দুই নায়ক রাজনীতির ময়দানে কেউ কাউকে জমি ছাড়েননি। সারাদিন ধরে প্রচার চালিয়েছিলেন গ্রামেগঞ্জে ঘুরেছিলেন দেব। হিরন ২০২১ সালে খড়গপুর থেকে বিধানসভায় নির্বাচিত হন। দেবের সঙ্গে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেখা যায়। ঘাটালবাসীর জন্য তাঁদের প্রতিশ্রুতি ছিল এবার ঘাটাল মাস্টার প্ল্যান চালু হবেই। দেবের প্রচারে বারবার উড়িয়ে দেওয়া হয়েছিল ফুলের পাপড়ি। তা গিয়ে পড়ে রাস্তায়। তবে জীবনের মতই রাজনীতির পথও ফুলে বিছানো হয় না। তাতে অনেক বাধা থাকে থাকে হারজিতের গল্প। তাইতো তারকা হয়েও দেব ঘাটালে দিন রাত এক করে প্রচার চালিয়েছিলেন। কোনরকম ঝুঁকি নেননি। অবশেষে শেষ হাসিটা হাসলেন দেবই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version