Gita Path in Digha: রবিবাসরীয়র ব্রিগেড অনুষ্ঠান মিশেছে রাজনীতিতে, পাল্টা তৃণমূলের উদ্যোগে এবার দিঘাতে গীতাপাঠ!

।। প্রথম কলকাতা ।।

Gita Path in Digha: এর আগে জোর চর্চা চলছিল কলকাতায় হবে লক্ষ কণ্ঠে গীতাপাঠ। নানা রঙে সেজে ওঠে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। অনেকের মতে, বড়দিনের আগে গত রবিবার অর্থাৎ ২৪ ডিসেম্বর কলকাতায় এটাই বড় ইভেন্ট। অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদের উদ্যোগে ব্রিগেডে অনুষ্ঠিত হয়েছে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ অনুষ্ঠান। যা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।

জানা গেছে, ব্রিগেডের পালটা এবার দিঘা। জগন্নাথ মন্দিরের সূচনায় গীতাপাঠের আয়োজন করা হবে দিঘায়, জানালেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। সংবাদ প্রতিদিনের প্রকাশিত খবর অনুযায়ী, নতুন বছরে সমুদ্র সৈকতে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের দিন সেখানে গীতাপাঠের আয়োজন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী অখিল গিরি। তিনি জানান, জেলার সমস্ত ব্রাক্ষ্মনদের নিয়ে এই গীতাপাঠের আয়োজন করা হবে। ১০ হাজার কন্ঠে হবে গীতাপাঠ।

উল্লেখ্য, ব্রিগেডের লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানের আয়োজনের দায়িত্বে ছিল সনাতন সংস্কৃতি পরিষদ, মতিলাল ভারততীর্থ সেবা মিশন আশ্রম এবং অখিল ভারতীয় সংস্কৃত পরিষদের একাধিক সংগঠন। বিশ্লেষকদের মতে, কিন্তু পিছন থেকে পরিচালনা করেছে বঙ্গ বিজেপি। শুধু তাই নয়, বাংলার বিজেপির শীর্ষনেতাদেরও এদিন ব্রিগেডের মাঠে বসে গীতা পড়তে দেখা গিয়েছে।

প্রসঙ্গত, ব্রিগেড বাংলায় রাজনৈতিক শক্তি প্রদর্শনের ক্ষেত্রে বরাবরই বড় ভূমিকা নিয়েছে। এই ব্রিগেডের ময়দানে মানুষ দেখেছে অনেক ঐতিহাসিক চরিত্রকে। রাজনীতি নয়, ধর্মীয় অনুষ্ঠান ব্রিগেডের ময়দানে তৈরি করেছে ইতিহাস। চব্বিশের নির্বাচনের আগে পাল্টা চমক দেখতে অখিল গিরি দিঘায় এই গীতাপাঠের কথা বলেছেন। আর এই খবর জানার পরই কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি শিবির।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version