Plastic rice in ration: আগুন দিলে প্লাস্টিকের মত গলে যাচ্ছে রেশনের চাল, চাঞ্চল্যকর অভিযোগ গ্রাহকদের

।।প্রথম কলকাতা।।

 

Plastic rice in ration: রেশনের চালের মধ্যে রয়েছে প্লাস্টিকের চাল। এমনই চাঞ্চল্যকর অভিযোগ রেশন গ্রাহকদের।রেশন দোকানের চালের মধ্যে প্লাস্টিকের চাল পাওয়া গেল এমনটাই অভিযোগ তুললেন রেশন গ্রাহকরা। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা যায় এই ঘটনা ঘিরে এলাকায় তুমুল উত্তেজনা তৈরি হয়। ঘটনাটি ঘটেছে বনগাঁর ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের মনিগ্রাম এলাকায় মধুসূদন রায়ের রেশন দোকানে। রেশন গ্রাহকদের দাবি এদিন তারা রেশন নিতে এলে রেশন থেকে যে চাল তাদের দেওয়া হয় সেই চালের মধ্যে সাদা সাদা এক ধরনের চাল তারা দেখতে পান। সেই চাল দেখতে পেয়ে সন্দেহ হয় তাদের, স্থানীয়রা বলছেন তারা টিভির পর্দায় দেখেছেন প্লাস্টিকের চালের খবর, তাদের এই চাল দেখেও সন্দেহ হয় এটি সেই প্লাস্টিকের চাল নয় তো ? তারা ওই সাদা রংয়ের চালগুলিতে আগুন দিয়ে পুড়িয়ে দেখেন প্লাস্টিকের মতন গলে গলে পড়ছে। এই বিষয়ে স্থানীয়রা রেশন গ্রাহকরা বলেন, ‘চাল নিতে এসে চাল দেখে সন্দেহ হওয়ার পরেই চাল আগুনে দিলে দেখতে পাই প্লাস্টিকের মতন গলে যাচ্ছে ।’ তবে রেশন ডিলারদের দাবি এতে তাদের কোনো গাফিলতি নেই।

রেশন ডিলার কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে বনগাঁ মার্কেট থেকে তারা এই চাল নিয়ে এসেছে, এই সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। এই বিষয়ে রেশন ডিলার মধুসূদন রায় বলেন, ‘আমরা শুনেছি গ্রাহকরা এরকম অভিযোগ করেছে । আমরাও মার্কেট থেকে যা চাল পেয়েছি সেই চালই সাধারণ গ্রাহকের দেওয়া হয়েছে’।ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান শুকদেব শিকারি জানিয়েছেন, ‘গ্রাহকদের অভিযোগ সত্যি হলে সংশ্লিষ্ট বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং ব্যবস্থা গ্রহণ করা হবে।’

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version