।। প্রথম কলকাতা ।।
Kolkata Metro Rake from China: আগামী মাসেই জোকা-তারাতলা মেট্রো পরিষেবা শুরু হতে চলেছে। এমনটাই জানা গিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ সূত্রে। তবে কলকাতা মেট্রোর জন্য রেক আনা হচ্ছে চিনের একটি সংস্থা থেকে। যদিও প্রথমে বরাতে দেওয়া হয়েছিল চেন্নাইয়ের ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরিকে। কিন্তু বর্তমানে আইসিএফ ভীষণ ব্যস্ত বন্দে ভারত এক্সপ্রেসের রেক তৈরি করার জন্য।
হিন্দুস্তান টাইমস বাংলায় প্রকাশিত খবর অনুসারে জানা যায়, কলকাতা মেট্রো কর্তৃপক্ষ প্রথমে আইসিএফ-কে ১৮ টি রেক অর্ডার দিয়েছিল। তা বর্তমানে চলে আসার পর দ্বিতীয় পর্বে আরও বাইশটি রেকের অর্ডার দেওয়া হয়। কিন্তু এখন দেশ জুড়ে জোর কদমে বন্দে ভারত এক্সপ্রেসের একের পর এক রুট চালু হচ্ছে। তাই বন্দে ভারতের কাজ নিয়ে বেশ কিছুটা চাপে রয়েছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি । এদিকে কলকাতা মেট্রোর কাজও প্রায় শেষের দিকে। তাই দেরি না করে চিনা সংস্থার কাছ থেকেই নেওয়া হবে রেক গুলি।
জানা গিয়েছে, চিনা সংস্থা ডালিয়ানকে ২৪টি রেকের বরাত দেওয়া হয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ওই সংস্থার রেক গুলির পরীক্ষা সম্পন্ন করবে। সম্ভবত ৫ ডিসেম্বরের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে। এরপর বাকি থাকবে রিচার্জ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশনের ছাড়পত্র। সেটি হাতে পেলেই রেকগুলি ব্যবহার করতে আর কোন বাধা থাকবে না। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ডিসেম্বর মাসের ১০ তারিখের মধ্যেই জোকা তারাতলা রুটে মেট্রো পরিষেবা চালু করার চেষ্টা করা হচ্ছে। তার জন্য যত দ্রুত সম্ভব শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ফেলতে চাইছেন তাঁরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম