Barack Obama Rajnath Singh: ওবামাকে আয়না দেখালেন রাজনাথ সিং! মুসলিম দেশে কী ঘটেছিল এই মার্কিন প্রেসিডেন্টের আমলে? তুমুল বিতর্ক

।। প্রথম কলকাতা ।।

Barack Obama Rajnath Singh: ওবামার ভারত ভাগের মন্তব্যের বড় এফেক্ট গর্জে উঠল দিল্লি। ভারতের মুসলিমদের নিয়ে জ্ঞানপাপী ওবামা কী ঘটিয়েছিলেন নিজের সময়! জানেন? কেন কেড়ে নেওয়া হল না ওবামাকে দেওয়া শান্তির জন্য নোবেল প্রাইজ? প্রশ্ন তুলছেন অনেকেই। মার্কিন ড্রোন স্ট্রাইকের কালো দিন আজও ভোলেনি মধ্যপ্রাচ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে নিজের ইমেজ নিয়ে সুপ্ত বিতর্ক বাড়িয়ে দিলেন বারাক ওবামা। ভারতের মুসলিম সমাজকে নিয়ে ওবামার ব্লান্ডারের সাফাই দিতে হচ্ছে আমেরিকাকে। অনেকেই বলছেন মুসলিমদের নিয়ে আর যে হোক বারাক হুসেন ওবামার মুখে বড় বড় কথা মানায় না। কিন্তু কেন নিজের রাজত্বকালে এমন কোন বীভৎস ঘটনা ঘটিয়েছিলেন ওবামা? আমেরিকা প্রাক্তন প্রেসিডেন্ট নিজেও কি একজন মুসলিম?

ভারতের সংখ্যালঘুদের অধিকার সরকার যদি রক্ষা না করে তাহলে যেকোনোও সময়ে ভারতে ভাঙন ধরতে পারে। মোদী আমেরিকা সফরকালে সিএনএনকে সাক্ষাৎকার দেওয়া সময় ঠিক এই কথাগুলোই বলেছিলেন বারাক ওবামা। ভারতীয় সংখ্যালঘুদের অধিকার খর্বের অভিযোগ এনে নমোকে প্রশ্নও করেন পাক বংশোদ্ভুত সাংবাদিক সাবরিনা সিদ্দিকি। এবার এনিয়ে রীতিমত গর্জে উঠে ওবামার আমলে তাঁরই কীর্তি ফাঁস করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে তোপ দেগে সিংয়ের দাবি “ওবামার মন্তব্যে আমি স্তম্ভিত আমেরিকার সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই কিন্তু সেখানেও এমন একজনের থেকে আমাদের কথা শুনতে হবে। যাঁর আমলে ছ’টি মুসলিম প্রধান দেশে
২৬ হাজারেরও বেশি বোমা ফেলা হয়েছিল তাঁর অভিযোগ কি আদৌ বিশ্বাসযোগ্য?” এই একই তোপ কিন্ত দেগেছিলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও৷ কিন্তু প্রশ্ন হচ্ছে ঠিক কি হয়েছিল ওবামার আমলে?

তথ্য অনুযায়ী লিবিয়া, আফগানিস্তান, সিরিয়া, পাকিস্তান ও ইয়েমেনে ২৬,১৭১ বোমা ফেলা হয়েছিল এই মার্কিন প্রেসিডেন্টের আমলে। তথ্য বলছে প্রতিদিন ৭২টা করে বোমা ফেলা হত। বিশেষজ্ঞদের দাবি, বৈশ্বিক জ্বালানির ওপর কন্ট্রোল পাওয়ার জন্য কত মুসলিমদের শেষ করেছেন। এই ওবামার আমলেই আফগানিস্তানে মার্কিন ড্রোন স্ট্রাইকে নিরীহদের মৃত্যু একাধিক অভিযোগ রয়েছে। সিরিয়া, লিবিয়াতে ও মার্কিন ফৌজের বিরুদ্ধে উঠেছিল মানবাধিকার ভঙ্গের অভিযোগ অনেক তাবড় তাবড় ব্যক্তিরা এরপর দাবি তুলেছিল বিশ্ব শান্তির জন্য কীভাবে ওবামাকে নোবেল দেওয়া হতে পারে কেন ফেরত নেওয়া হল না এ পুরস্কার? যদিও ওবামার ভারত ভাগের মন্তব্য নিয়ে কোনওধরণের মন্তব্য করতে নারাজ হোয়াইট হাউজ৷ বিশেষজ্ঞরা বলছেন করবেই বা কেন ওবামার দল ডেমোক্রেটিকই তো এখন ক্ষমতায়৷

এ ইস্যুতে মুখ খুলেছেন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংগঠনের মার্কিন কমিশনের প্রাক্তন কমিশনার জনি মুরে রীতিমত তোপ দাগলেন ওবামাকে। ভারত যেমন নিখুঁত দেশ নয়, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রও নিখুঁত দেশ নয় কিন্তু, ভারতের বৈচিত্র্যই দেশের শক্তি, তাই সমালোচনার বদলে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশংসা করা উচিত ছিল বলেও দাবি প্রাক্তন মার্কিন কমিশনারের। মার্কিন যুক্তরাষ্ট্রে বারাক ওবামার ধর্ম নিয়ে বিতর্ক রয়েছে। Pew Research Center এর একটি জরিপে দেখা গেছে আমেরিকার ১৮% মানুষ বিশ্বাস করেন ওবামা ইসলামের অনুসারী প্রতি পাঁচজন আমেরিকানের একজন মনে করেন ওবামা মুসলিম। তব Time Magazine এর অন্য একটি জরিপে দেখা গেছে আমেরিকার ২৪% মানুষ বিশ্বাস করেন ওবামা মুসলিম। আমেরিকার রক্ষনশীলদের মধ্যে প্রতি তিনজন এর মধ্যে অন্তত একজন মনে করেন ওবামা ইসলামের অনুসারী। তবে ৪৩% আমেরিকান জানেনই না ওবামা কোন ধর্মের অনুসারী। তবে চরম বন্ধুত্ব সত্ত্বেও ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুললে তার পাল্টা যে ভারত দিতে পারে তেমন বুঝিয়ে দেওয়া গেল আমেরিকাকে৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version