Weather Update: বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি

।। প্রথম কলকাতা ।।

 

Weather Update: দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বর্ষা প্রবেশ করলেও সেইভাবে বৃষ্টির দেখা নেই। বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। তারই মাঝে বৃষ্টি আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সঙ্গে বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি। তবে মঙ্গলবার ও বুধবার আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হওয়া।

 

তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের সমস্ত এলাকা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই প্রবেশ করেছে মৌসুমী বায়ু। তবে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, বর্ধমান সহ পশ্চিমের কিছু এলাকায় মৌসুমী বায়ু এখনও প্রবেশ করেনি। তবে আগামী বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জায়গাতেও প্রবেশ করবে বর্ষা। যদিও বর্ষা প্রবেশ করলেও এখনই সেইভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া একই রকম থাকবে বলে পূর্বাভাস।

 

অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টি চলবে। সোমবার বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কিছুটা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে মঙ্গলবার ও বুধবার ফের বৃষ্টি বাড়তে পারে উত্তরের পাঁচ জেলায়, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

 

Exit mobile version