Russia oil: পুতিনের মাস্টারস্ট্রোক! রাশিয়া থেকে ব্যাপক পরিমাণে তেল কিনছে সৌদি-আরব আমিরাত, হতবাক যুক্তরাষ্ট্র

৷৷ প্রথম কলকাতা ৷৷

Russia oil: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত তেল কিনছে রাশিয়া থেকে৷ বলা যেতে পারে বড় ধাক্কা আমেরিকার জন্য৷ এটাই কি সাপের লেজে পা দেওয়ার পরিণাম? মধ্যপ্রাচ্যের সঙ্গে চওড়া হবে যুক্তরাষ্ট্রের দুরত্ব৷ জানেন জার্মানির কাছে তেল না বেচেও বড় লাভ ঘরে তুলছে মস্কো৷ রাশিয়া তেল রাজনীতি হাইলেভেলে ছুঁতে পারছে না ইউরোপ৷ অস্ত্রের পাল্টা তেলের খেলা জমে উঠেছে৷ রয়টার্সের রিপোর্ট বলছে সৌদি আরব-আরব আমিরাত তেল কিনছে মস্কো থেকে৷ রাশিয়ার থেকে ক্রুড ওয়েল কিনছে মধ্যপ্রাচ্যের তেল উত্পাদনকারী ২ দেশ৷ কিন্তু কেন? নিজেরাই এত এত তেল উত্পাদন করা সত্ত্বেও মস্কোকে কেন প্রয়োজন পড়ছে?

ব্রিটেনের কথায় পাকিস্তান আবারও ছুড়ি মারবে রাশিয়ার পিঠে৷ কিন্তু পুতিন এবার দেখিয়ে দিলেন কূটনীতির সর্বোচ্চ চাল৷ ইকোনমিক টাইমসের রিপোর্ট বলছে, রাশিয়ার সঙ্গে বেইমানি করলে তবেই রুটি পাবে পাকিস্তান৷ ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রকের সঙ্গে সম্প্রতি এমনই চুক্তি স্বাক্ষর করেছে ইসলামাবাদের পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরি৷ কিন্তু এবার প্রশ্নের মুখে পাকিস্তান নয় বরং পারস্য উপসাগর সংলগ্ন দুটো দেশ৷ আইশিপের ট্র্যাকিং তথ্য বলছে, ২০২২ সালের নভেম্বর থেকে এপর্যন্ত ১৫ লাখ ব্যারেল তেল সংযুক্ত আরব আমিরাতে গিয়ে পৌঁছেছে৷ বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ সংযুক্ত আরব আমিরাত৷ এখন রাশিয়া থেকে আগের তুলনায় অনেক বেশি পরিমাণ অপরিশোধিত তেল কিনছে৷ তবে এখবর তারা বিশ্বকে জানতে দেয়নি৷

জ্বালানি তথ্য বিশ্লেষণ করে একটি কোম্পানি কেপলার জানাচ্ছে সংযুক্ত আরব আমিরাত প্রথমবারের মতো রাশিয়ার অপরিশোধিত তেল আসে ২০১৯ সালে৷ তবে জাহাজে তেল আসার পরিমাণ বেড়ে যায় এপ্রিল ২০২২–এর পর থেকে৷ বিশেষজ্ঞরা বলছে, রাশিয়া এমূহুর্তে বুড়ো আঙুল দেখাচ্ছে পশ্চিমাদের৷ জার্মানি মস্কো থেকে তেল কেনা বন্ধ করে কাজাঘিস্তান থেকে তেল কিনছে৷ চলতি সপ্তাহেই ধ্রুজবা পাইপলাইন দিয়ে বার্লিনে তেল পাঠায় কাজাঘিস্তান৷ তাতেও লাভের ফসল ঘরে তুলছে মস্কো৷ কাজাঘিস্তান রাশিয়ার অতি ঘনিষ্ঠ দেশ৷ এবছর ১২ লক্ষ টন তেল দেবে জার্মানিকে৷ কিন্তু যে পাইপলাইন দিয়ে তারা তেল পাঠাবে সেটা রয়েছে মস্কোতেই৷ তাই রাশিয়াও পাবে লাভের কিছু অংশ৷ সৌদি আরব তার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলোতে ব্যবহারের জন্য ৷ এখন আরও বেশি পরিমাণ রুশ জ্বালানি তেল আমদানি করছে৷ যার ফলে তারা তারা আরও বেশি নিজেদের উৎপাদিত অপরিশোধিত তেল রপ্তানি করতে পারছে৷ আর সব নিষেধাজ্ঞাকে উড়িয়ে এভাবেই পশ্চিমাদের মুখে ঝামা ঘষে দিচ্ছেন পুতিন৷

বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার অপরিশোধিত তেলের ব্যবসা সম্পর্কে খোঁজখবর রাখে এমন একটি সূত্র বলছে, সংযুক্ত আরব আমিরাতে মাঝেমধ্যেই জাহাজে তেল পাঠায় রাশিয়া৷ যুদ্ধের মধ্যে এভাবে মধ্যপ্রাচ্যের সবথেকে বড় তেলের বাদশাদের হাতে রেখে দিয়েছেন পুতিন৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version