India-Russia Friendship: ভারতের জন্য প্রোটোকল ভাঙলেন পুতিন, বড় বন্ধু রাশিয়া! সামনে প্রচুর সম্ভবনা

।। প্রথম কলকাতা ।।

India-Russia Friendship: যত সময়ের জল গড়াচ্ছে, ততই প্রগাঢ় হচ্ছে ভারত আর রাশিয়ার বন্ধুত্ব। তা প্রমাণ করে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি এমন একটা কাজ করলেন, যা দেখল গোটা বিশ্ব। ভারতের জন্য ভাঙলেন প্রটোকল। এর আগেও পুতিনের গলায় শোনা গিয়েছিল নরেন্দ্র মোদীর প্রকল্পের প্রশংসা। এবার ভারতের মাটিতে তৈরি হবে রাশিয়ার অস্ত্র ভাণ্ডার।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, যিনি প্রধানমন্ত্রী মোদির ‘ব্যক্তিগত বার্তা’ সম্পর্কে রাশিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সফরে রয়েছেন, রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। শুধু তাই নয়, প্রটোকল ভেঙে পুতিন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর খুব কাছে বসে কথা বলেন। এর আগে, রাষ্ট্রপতি পুতিন ফেব্রুয়ারিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথেও দেখা করেছিলেন। পুতিনের এই পদক্ষেপকে খুবই বিরল বলে মনে করা হচ্ছে। এর আগে জোরালো বার্তা দিতে পুতিন দূরত্বে বসে ফরাসি প্রেসিডেন্টসহ বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলেছেন, যা বিশ্বজুড়ে ব্যাপক সমালোচিত হয়েছিল। এ কারণে জয়শঙ্করের সঙ্গে পুতিনের বৈঠককে ভারত ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব হিসেবে দেখা হচ্ছে।

পুতিনের সাথে সাক্ষাতের সময় জয়শঙ্কর তাঁকে প্রধানমন্ত্রী মোদীর কাছ থেকে একটি ব্যক্তিগত বার্তাও দিয়েছিলেন। পুতিন ২০২৪ সালের শুরুতে ভারতীয় প্রধানমন্ত্রীকে রাশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন, যা ভারত গ্রহণ করেছে। পুতিন জয়শঙ্করকে বলেন, ‘প্রধানমন্ত্রী মোদী রাশিয়ায় এলে আমরা খুব খুশি হব।’ রুশ প্রেসিডেন্ট আরো বলেন, ”আমাদের বর্তমান বিষয় নিয়ে আলোচনার সুযোগ থাকবে। এছাড়া দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও আলোচনা হবে। অনেক বিষয় নিয়ে কথা বলতে হয়”। পুতিন আরও স্বীকার করেছেন, ২০২৪ সালের প্রথম ৬ মাস প্রধানমন্ত্রী মোদীর জন্য খুব কঠিন হবে, কারণ ভারতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। বলেন, “আমরা বিশ্বাস করি যে কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে আমরা আমাদের ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব”।

ভারত ও রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য প্রসঙ্গে পুতিন বলেন, আমাদের বাণিজ্য টানা দ্বিতীয় বছর বাড়ছে। এ বছর ব্যবসার গতি আরও বেশি। এটা সবাই জানে। তালিকায় রয়েছে জ্বালানি সম্পদ, তেল ও পেট্রোলিয়াম পণ্য। দুই দেশের মধ্যে বাণিজ্য ছাড়িয়েছে ৫০ বিলিয়ন ডলার। পুতিনের আমন্ত্রণে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছেন যে, প্রধানমন্ত্রী মোদীও রাশিয়া সফরের বিষয়ে আশাবাদী। জয়শঙ্কর এর আগে বলেছিলেন, ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী এবং স্থিতিশীল রয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ G-20 আয়োজনে ভারতের নিরপেক্ষতার প্রশংসা করেছেন। দক্ষিণ এশিয়া বিষয়ক আমেরিকান বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান বলেছেন, ‘প্রধানমন্ত্রী মোদী একবার বলেছিলেন যে আপনি যদি একজন ভারতীয় শিশুকেও জিজ্ঞাসা করেন যে ভারতের সেরা বন্ধু, তারা সর্বদা বলবে এটি রাশিয়া।’ প্রসঙ্গত কুগেলম্যান বলেছিলেন, ভারত ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব সময়ের দ্বারা পরীক্ষা করা হয়েছে। এটি বিশ্ব ব্যবস্থার ধাক্কা সহ্য করতেও সক্ষম। ভারত এই সফরের মাধ্যমে একটি বার্তা দিয়েছে, রাশিয়ার সাথে তার বন্ধুত্ব অটুট রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version