পুরুলিয়া যাচ্ছে বন্দে ভারত! সময় থেকে ভাড়া কত? বিস্তারিত জানুন

।। প্রথম কলকাতা ।।

মাত্র ২ ঘণ্টায়! হাওড়া থেকে এবার বন্দে ভারতে সোজা পুরুলিয়া। কলকাতা-পুরুলিয়া চলে এল আরও কাছাকাছি। পলাশের দেশে ছুটি কাটাতে চাইলে সকালে গিয়ে রাতে ফিরে আসতে পারবেন ভাড়া থেকে ট্রেনের টাইম সব জানাবো। নতুন বন্দে ভারত আর কোন কোন স্টপেজ দিচ্ছে? পুজোর ছুটিতে একদিনের ঘোরার প্ল্যান করছেন?তাহলে এবার ঘুরে আসুন ঝর্ণা-পাহাড় ঘেরা পুরুলিয়া। গন্তব্যে পৌঁছে যাবেন ২ ঘণ্টায়। কীভাবে সম্ভব?

হাওড়া-পুরী বন্দে ভারতের পর এ বার রাঁচি রুটে বন্দে ভারত। পুরুলিয়া থেকে হাওড়া বা হাওড়া থেকে পুরুলিয়া যাওয়ায় বন্দে ভারতের সময় লাগছে মাত্র ৪ ঘণ্টা ৫০ মিনিট। আগে যেখানে লাগতো প্রায় ৬ ঘণ্টা। হাওড়া থেকে বিকেল ৩টে বেজে ৪৫ মিনিটে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়লে তা পুরুলিয়া পৌঁছে যাবে রাত ৮ টা ৩৫মিনিটে। অন্যদিকে পুরুলিয়া থেকে সকাল ৭ টা বেজে ১৭ মিনিটে বন্দে ভারতে চড়লে সেটি হাওড়া আসবে ১২ টা বেজে ২০মিনিটে। মাত্র ২ ঘণ্টায় খড়গপুর পৌঁছে যাচ্ছে এই ট্রেন। সকাল সকাল খড়গপুর থেকে হাওড়া যাওয়া আরও সহজ।

আপনার বাড়ির পাশে কোন স্টেশন থেকে ছাড়বে?

রাঁচি থেকে হাওড়া মোট আটটি স্টেশনে স্টপেজ রয়েছে নতুন এই বন্দে ভারত এক্সপ্রেসের। এই ট্রেন ভায়া পুরুলিয়া, টাটানগর, ঘাটশিলা ঝাড়গ্রাম হয়ে হাওড়া পৌঁছবে। মঙ্গলবার ছাড়া সপ্তাহে ৬ দিন চলবে।

এবার সব থেকে বড় প্রশ্ন টিকিট কত?

পাটনা-হাওড়া বন্দে ভারত ট্রেনের অনেকগুলি ক্লাস আছে
এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ২৩০০ টাকা। চেয়ারকারের ভাড়া ১২০০ টাকা। এতে যদিও ক্যাটারিং সার্ভিস চার্জ ধরা নেই। দীর্ঘ ৫৩০ কিলোমিটার দূরত্ব মাত্র সাড়ে ৬ ঘন্টায় কভার করবে ট্রেনটি। আর সেই কারনে বন্দে ভারতের গতি হবে ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টা। যা পাটনা-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসের চেয়ে অনেকটাই বেশি।

ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি করতেই রাঁচি ও হাওড়ার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালু হল। ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি রাঁচি–হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করছেন। এই ট্রেন বাংলা-ঝাড়খণ্ডের টুরিজম সার্কিটকে যেন আলাদাভাবে জুড়ে দেবে। অর্থাৎ কলকাতা থেকে ঝাড়গ্রাম, ঝাড়খণ্ডের ঘাটশিলা হয়ে একেবারে পুরুলিয়া হয়ে রাঁচি। হাওড়া থেকে রাঁচি আসার সময় টাটানগরের পর বরাভূম স্টেশনে নেমে খুব সহজেই অযোধ্যা পাহাড় যাওয়া যেতে পারবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version