Jhalda Municipality: দায়িত্ব গ্রহণ পূর্ণিমার, ঝালদা পুরসভার পুরপ্রধান পদে নিহত তপন কান্দুর স্ত্রী

।। প্রথম কলকাতা ।।

Jhalda Municipality: বিগত বছরে পুর নির্বাচনের পর থেকেই ঝালদা পুরসভাকে (Jhalda Municipality) কেন্দ্র করে টানাপোড়েন শুরু হয়েছে। সেখানে পুরসভায় বোর্ড গঠনের আগেই প্রাণ হারান কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু (Taapn Kandu)। ঝালদা পুরসভার বোর্ড কে দখল করবে তাই নিয়ে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে একাধিক মতবিরোধ সৃষ্টি হয়। অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে ঝালদা পৌরসভার পৌরপ্রধান পদে নিযুক্ত হলেন কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু (Purnima Kandu) ।

তবে এই পথ এতটা সহজ ছিল না। কারণ ঝালদা পুরসভার পুরবোর্ড গঠন হওয়ার আগেই কংগ্রেস কাউন্সিলার স্বামী তপন কান্দুর মৃত্যু হয়। তখন থেকে স্বামীর হত্যার ন্যায় বিচার দাবি করে আসছেন তিনি। গত পুরসভা নির্বাচনে ঝালদা পুরসভার পাঁচটি আসনে জিতেছিল কংগ্রেস। পাঁচটি আসনে জিতেছিল তৃণমূল (TMC)। দুটি আসনে জিতেছিলেন নির্দল প্রার্থীরা। ঠিক তখন সামনে পুরবোর্ড গঠন। সেই সময় গুলির আঘাতে প্রাণ হারান ঝালদার দুই নম্বর ওয়ার্ডের কংগ্রেস (Congress) কাউন্সিলর তপন। পরবর্তীতে নির্দল প্রার্থী শিলা চট্টোপাধ্যায় তৃণমূলে যোগদান করেন। তাই স্বাভাবিকভাবেই ঝালদায় পুরবোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস।

কিন্তু কিছুদিনের মধ্যেই শিলা চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ত্যাগ করেন। আর তারপর ওই দুই নির্দল কাউন্সিলর এবং বাকি কংগ্রেস কাউন্সিলর মিলে তৃণমূল পুরপ্রধানের (Chairman) বিরুদ্ধে অনাস্থা ডাকেন। আস্থা ভোট হয় ঝালদা পুরসভায়। কিন্তু তৃণমূলের ঝুলিতে আসে পরাজয়। নতুন পুরবোর্ড গঠন হওয়ার আগেই পুর ও নগর উন্নয়ন দফতরের তরফ থেকে ঝালদা পুরসভার নতুন চেয়ারম্যান মনোনীত করা হয় তৃণমূল কাউন্সিলর জবা মাছোয়ারকে। কিন্তু রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানায় কংগ্রেস। তাঁরা দ্বারস্থ হন হাইকোর্টের।

হাইকোর্টের তরফ থেকে ওই সরকারি বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দেওয়া হয়। জেলাশাসকের হাতে অস্থায়ীভাবে পুরসভার দায়িত্ব দেয় কলকাতা হাইকোর্ট। ১৬ই জানুয়ারি আদালতের নির্দেশ অনুযায়ী জেলাশাসকের তত্ত্বাবধানে ঝালদা পুরসভার পুর প্রধান পদের জন্য নির্বাচন হয়। সেখানে জয়লাভ করেন নির্দল কাউন্সিলর শিলা চট্টোপাধ্যায়। তবে জেলাশাসক তাকে সেই পথ থেকে অপসারণ করেন। আর সেই পদে শনিবার দায়িত্ব গ্রহণ করলেন কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version