Primary TET: টেট পরীক্ষার সকালে বহরমপুরে যানজট, পথে আটকে পরীক্ষার্থীদের একাংশ

।। প্রথম কলকাতা।।

Primary TET: আজ টেট পরীক্ষা। রবিবার ছুটির দিনে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেওয়া বহু পরীক্ষার্থী সাতসকালে যানজটের কবলে পড়েন বলে জানা যায়। মূলত এদিন সমস্যা সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের বহরমপুরের উত্তরপাড়া মোড়ে। ব্যাপক পরিমাণ যানজটের ফলে বাধ্য হয়ে বহু পরীক্ষার্থীকে কিছু পথ হেঁটেই পাড়ি দিতে হয়। এই যানজটের জেরে রীতিমত ভোগান্তির শিকার টেট পরীক্ষার্থীরা।

পর্ষদের নির্দেশিকা অনুযায়ী প্রত্যেক পরীক্ষার্থীকে ১১ টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে । সকাল ন’টা থেকেই তাঁরা পরীক্ষা কেন্দ্র প্রবেশ করতে পারবেন । কিন্তু এগারোটার পর প্রবেশ দ্বার বন্ধ করে দেওয়া হবে। পাঁচ বছর পর ফের আজ রাজ্যে প্রাথমিক টেট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে । তাই পরীক্ষা কেন্দ্র গুলিতে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। একদিকে যেমন পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে তেমনি পর্ষদের তরফ থেকেও নজরদারি রাখা হবে কন্ট্রোল রুমের মাধ্যমে। পরীক্ষা কেন্দ্রের ফটকে মেটাল ডিটেক্টর বসানো হয়েছে বলেও জানা গিয়েছে।

পরীক্ষার্থীদের যাতে কোনরকম সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য অতিরিক্ত সরকারি এবং বেসরকারি বাস রাস্তায় নামানো হয়েছে। এছাড়াও পূর্ব রেলের তরফ থেকে শিয়ালদা রুটে প্রায় ১৬ জোড়া বাড়তি ট্রেন রাখা হয়েছে। মেট্রোর তরফ থেকেও ৭ মিনিটের ব্যবধানে মেট্রোরেলের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে । চলতি বছরে টেট পরীক্ষায় বসতে চলেছেন প্রায় ৬ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী। অর্থাৎ এদিন রাজ্যের বিভিন্ন জেলায় মোট মিলিয়ে রাস্তায় নামতে চলেছেন প্রায় ১০ লক্ষের কাছাকাছি মানুষ। যদিও এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তৎপর ছিল পুলিশ প্রশাসন। কিন্তু তারপরেও বহরমপুরে দেখা গেল যানজটের ছবি। উল্লেখ্য, টেট পরীক্ষা চলাকালীন প্রায় তিন ঘন্টা ইন্টারনেট বন্ধ থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর ,পশ্চিম মেদিনীপুর, মালদা এবং মুর্শিদাবাদে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version