2023 সালের জানুয়ারি থেকে সমস্ত গাড়ির দাম বাড়াচ্ছে Maruti, Tata, Kia সহ একাধিক কোম্পানি

Car Price Hike 2023 : নতুন বছরে নতুন গাড়ি, SUV কেনার পরিকল্পনা রাখছেন? তাহলে জেনে রাখুন ২০২৩ সালের জানুয়ারি থেকে গাড়ির দাম বাড়াচ্ছে Maruti, Tata সহ একাধিক কোম্পানি।

।। প্রথম কলকাতা ।।

নতুন বছরে নতুন চার চাকায় বসতে গেলে একটু বেগ পেতে পারেন। কারণ 2023 সালের জানুয়ারি থেকেই যাত্রীবাহী গাড়ির দাম বৃদ্ধি করতে চলেছে দেশের সবচেয়ে বড় দুই গাড়ি নির্মাতা Maruti Suzuki এবং Tata Motors। এখানেই শেষ নয়, তালিকায় যোগ দিতে চলেছে বিদেশি কোম্পানি Kia, Citroen, Renault, Audi এবং Mercedes-Benz এর মতো বহুজাতিক কোম্পানিও।

Maruti Suzuki এর বিখ্যাত কিছু মডেল যেমন Alto K10, Baleno, Brezza, Swift, S-Presso, Wagon-R, Grand Vitara, Dzire, Celerio, Ertiga ইত্যাদি প্রত্যেকটি চার চাকার দাম বাড়তে চলেছে। একই দৃশ্য Tata Motors এর ক্ষেত্রেও।

 

Car Price Hike From 2023 : ২০২৩ জানুয়ারি থেকে কত দামি হচ্ছে যাত্রীবাহী গাড়ি?

 

Maruti Suzuki এর লাইন-আপে যে কটি গাড়ি রয়েছে প্রত্যেকটির দাম বাড়াতে চলেছে কোম্পানি। Maruti এর পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের তরফে নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা সংক্রান্ত যে নীতিমালা এসেছে তা সামগ্রিক খরচের উপর চাপ ফেলেছে, যার ফলস্বরূপ দাম বৃদ্ধি করতে হচ্ছে।

অন্যদিকে Tata Motors জানিয়েছে, পণ্যের দাম বৃদ্ধি এবং আরডিই (RDE) নিয়মগুলি পূরণ করার জন্য তাদের গাড়িগুলি আপডেট করতে হবে। তাই আসন্ন দিনগুলিতে গাড়ির দামে বৃদ্ধি দেখা যেতে পারে। এই মুহূর্তে Tata Motors এর লাইন-আপে রয়েছে Altroz, Harrier, Nexon, Nexon EV, Punch, Safari, Tiago, Tiago EV, Tigor এবং Tigor EV।

পণ্য এবং পরিবহন খরচ বৃদ্ধি হওয়ার ফলে ২০২৩ সালের জানুয়ারি থেকে সমস্ত গাড়ির দাম ৫০,০০০ টাকা বাড়াতে চলেছে Kia। এর অর্থ ৩১ ডিসেম্বরের পর থেকে Carens, Carnival, EV6, Seltos এবং Sonet গাড়িগুলির যা যা বুকিং আসবে তা সবই নতুন দাম অনুযায়ী প্রযোজ্য হবে।

 

আরও পড়ুন : Volkswagen Tiguan এক্সক্লুসিভ এডিশন লঞ্চ হল ভারতে, একনজরে গাড়ির খুঁটিনাটি

 

Renault তাদের Kwid, Kiger এবং Triber গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ২০২৩ সালের জানুয়ারি থেকে। একই সময়ে Citroen C3 এবং C5 গাড়ির দামও ১.৫ শতাংশ থেকে ২ শতাংশ বাড়বে বলে জানিয়েছে কোম্পানি।

যাত্রীবাহী গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আরও দুই বিখ্যাত গাড়ি নির্মাতা Audi এবং Mercedes-Benz। Audi – A4, A6, A8 L, Q3, Q5, Q7, Q8, S5 স্পোর্টব্যাক, RS 5 স্পোর্টব্যাক, RSQ8, ই-ট্রন, ই-ট্রন স্পোর্টব্যাক এবং ই-ট্রন জিটি গাড়ির দাম বাড়বে ১.৫ শতাংশ থেকে ১.৭ শতাংশ।

Mercedes এর A-Class, A-Class, C-Class, E-Class, S-Class, EQB, EQC, EQS, GLA, GLB, GLC, GLC Coupe, GLE, GLE Coupe, GLS, G-Class ইত্যাদি গাড়ির দাম ৫ শতাংশ পর্যন্ত বাড়বে বলে জানিয়েছে জার্মান অটোমেকার।

Exit mobile version