Volkswagen Tiguan এক্সক্লুসিভ এডিশন লঞ্চ হল ভারতে, একনজরে গাড়ির খুঁটিনাটি

Volkswagen Tiguan Exclusive Edition: দেশে নতুন গাড়ি লঞ্চ করল Volkswagen। তাদের SUV মডেল Tiguan এর নতুন এক্সক্লুসিভ এডিশন আত্মপ্রকাশ হল। দমদার পারফর্মেন্সর সাথে মিলবে একগুচ্ছ ফাচার্স।

।। প্রথম কলকাতা ।।

ভারতে সোমবার লঞ্চ হয়েছে Volkswagen Tiguan SUV গাড়ির এক্সক্লুসিভ এডিশন। এটির স্বাভাবিক এডিশনের তুলনায় বেশ কিছু ইন্টিরিয়র ও এক্সটিরিয়র পরিবর্তনের সাথে বাজারে এসেছে নতুন গাড়িটি। দাম ধার্য করা হয়েছে 33.50 লক্ষ টাকা (এক্স-শোরুম)। এই গাড়িটি পাওয়া যাবে দুটি পেইন্ট স্কিমে – পিউর হোয়াইট এবং অরিক্স হোয়াইট। গ্রাহকদের জন্য ইতিমধ্যে Tiguan এক্সক্লুসিভ এডিশনের বুকিং শুরু করে দিয়েছে কোম্পানি।

ডিজাইনের ক্ষেত্রে যে নতুন আপডেটটি প্রথম উল্লেখ করার তা হল এটির 18 ইঞ্চির নতুন অ্যালয় হুইল। পাশাপাশি পেইন্টওয়ার্ককে রক্ষা করার জন্য পিছনের বাম্পারে একটি সিল প্রটেক্টর, অ্যালুমিনিয়াম প্যাডেল এবং ডায়নামিক হাবক্যাপস রয়েছে। এই SUV গাড়ির B-স্তম্ভে ‘এক্সক্লুসিভ’ ব্যাজও দৃশ্যমান।

 

 

এ ছাড়াও নয়া LED ম্যাট্রিক্স হেডলাইট যাতে ভক্সওয়াগেনের অভিযোজিত IQ.LIGHT রয়েছে। মিলবে রেঞ্জ কন্ট্রোল, কর্নারিং লাইট, খারাপ আবহাওয়ার জন্য আলো সহ অ্যাডভান্সড ফ্রন্ট লাইটিং সিস্টেম (AFS) ইত্যাদি অত্যাধুনিক ফাচার্স। গাড়ির ভিতরে একটি 10 ইঞ্চি সম্পূর্ণ কাস্টমাইজযোগ্য TFT ডিজিটাল ককপিট, পরিবেষ্টিত আলো এবং My Volkswagen Connect Plus যুক্ত-কার প্রযুক্তি সহ একটি 8 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে।

 

আরও পড়ুন : Mercedes-Benz: সেলিব্রেশন মুডে মার্সিডিজ! ভারতে একসাথে চারটি SUV লঞ্চ করল কোম্পানি

 

 

 

Volkswagen Tiguan এক্সক্লুসিভ এডিশনের ইঞ্জিন 2 লিটার চার সিলিন্ডার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন যা সর্বোচ্চ 190 PS শক্তি এবং 320 Nm পিক টর্ক জেনারেট করে। ইঞ্জিনটি একটি 7 স্পীড DSG স্বয়ংক্রিয় গিয়ারবক্সের সাথে মিলিত যা VW এর 4MOTION অল-হুইল ড্রাইভ সিস্টেমের মাধ্যমে চারটি চাকায় শক্তি প্রদান করে।

কোম্পানির দাবি, Tiguan এক্সক্লুসিভ এডিশনের ARAI স্বীকৃত মাইলেজ 12.65 কিলোমিটার প্রতি লিটার। নিরাপত্তার ক্ষেত্রে গাড়িটিতে মজুত রয়েছে ছয়টি এয়ারব্যাগ, ইবিডি সহ অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, অ্যান্টি স্লিপ রেগুলেশন, ইডিএল, হিল স্টার্ট অ্যাসিস্ট, অ্যাক্টিভ টিপিএমএস, সমস্ত যাত্রীদের জন্য তিন পয়েন্ট সিটবেল্ট, ISOFIX এবং ড্রাইভার এলার্ট সিস্টেম।

Exit mobile version