Weather Update: মঙ্গলেই শুরু প্রাক বর্ষার বৃষ্টি ! স্বস্তি দিয়ে বর্ষা ঢুকছে দক্ষিণে

।। প্রথম কলকাতা ।।

 

Weather Update: মঙ্গলেই দক্ষিণবঙ্গে শুরু প্রাক বর্ষার বৃষ্টি এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। সকাল থেকেই মেঘলা আকাশ। সঙ্গে বজায় রয়েছে তীব্র গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে আজ থেকে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার সেই পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে।

 

সেক্ষেত্রে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করতে পারে বর্ষার, এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। বিহার থেকে অসম পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা এবং দক্ষিণা বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। যার জেরে দক্ষিণে বর্ষা প্রবেশ স্রেফ সময়ের অপেক্ষা।

 

বৃষ্টিতে উত্তরবঙ্গের দুর্ভোগ আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। সিকিমসহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে চলবে প্রবল বৃষ্টিপাত। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে দুর্যোগ চলবে প্রায় চার থেকে পাঁচ দিন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version