Population Crisis South Korea: বিশ্বজুড়ে জনসংখ্যা সংকট, শিশু জন্মালেই পাওয়া যাবে লক্ষ লক্ষ টাকা!

।। প্রথম কলকাতা ।।

Population Crisis South Korea: ভারত, চীনের মতো বহু দেশে জনসংখ্যা বৃদ্ধি যেমন একটা সমস্যা তেমনি বিশ্বের এমন কিছু দেশ রয়েছে যেখানে জনসংখ্যা উত্তরোত্তর হ্রাস পাচ্ছে। যার কারণে দেশ গুলির প্রশাসন মহাচিন্তায় পড়েছে। জনসংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে উঠে পড়ে লেগেছে সরকার। সামনে আনছে লোভনীয় নানান স্কিম। সন্তান জন্ম দিলেই পাওয়া যাবে একগুচ্ছ সুবিধা। বহু মহিলা আছেন যারা সন্তান নিতে আগ্রহী নন। মূলত স্বাধীনচেতা নারীরা তাদের কর্ম জগতে স্বচ্ছন্দে থাকতে এমন সিদ্ধান্ত নিয়েছেন। আবার বহু ক্ষেত্রে সন্তান জন্মালে অফিস থেকে কোন ছুটি পাওয়া যায় না। বর্তমান দিনে একজনের বেশি দুইজন কিংবা তিনজন সন্তান ভালোভাবে মানুষ করা অনেকটা খরচ খরচের ব্যাপার। তাই দক্ষিণ কোরিয়া (South Korea) সহ বিশ্বের বহু দেশের মহিলারা সন্তান জন্মদানের ক্ষেত্রে আগ্রহ হারিয়ে ফেলছেন।

ভারত ও পাকিস্তান দক্ষিণ এশিয়ার এমন দেশ, যাদের জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। ক্রমবর্ধমান জনসংখ্যায় বিপর্যস্ত এই দেশ। কিন্তু পৃথিবীতে এমন অনেক দেশ আছে যাদের জনসংখ্যা ক্রমাগত কমছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়া ও জাপানও রয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এখানে সন্তান জন্ম দেওয়ার জন্য সরকার টাকা দিচ্ছে। টানা ১২তম বছরে জাপানের জনসংখ্যা হ্রাস পেয়েছে। সবচেয়ে কম জন্মহারের দেশ দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সরকার সন্তানের জন্ম দেওয়ার জন্য ২০২২ সাল থেকে ১.২ লক্ষ টাকা দিচ্ছে। এটি ফ্রান্সে দেওয়া অর্থের চেয়েও বেশি। দক্ষিণ কোরিয়ায় শিশুদের লালন-পালনের জন্য সরকার প্রতি মাসে অর্থ দিচ্ছে। এক বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য, প্রতি সপ্তাহে ৫২৮ ডলার (৪৩,৩৩৭ টাকা) প্রতি মাসে দেওয়া হয়। এর পরে ২ বছর বয়স পর্যন্ত শিশুর জন্য প্রতি মাসে ২৬৪ ডলার (২১,৬০০ টাকা) দেওয়া হয়। ২০২৪ সালে, সরকার এটি আরো বৃদ্ধি করবে। তারপর ৭৫৫ ডলার (৬১,৯২৮ টাকা) এক বছর বয়স পর্যন্ত এবং ৩৭৭ ডলার (৩০,৯৪৩ টাকা) ২ বছর বয়স পর্যন্ত দেওয়া হবে। উপরন্তু শিশুর প্রাথমিক বিদ্যালয়ের বয়স না হওয়া পর্যন্ত সরকার নিম্ন আয়ের পরিবার এবং একক পিতামাতাকে প্রতি মাসে ১৫১ ডলার (১২,৩৯৩ টাকা) প্রদান করবে।

অভিভাবকরাও সরকারের বিভিন্ন প্রকল্পের অধীনে খেলনা ভাড়া দিতে পারেন। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে, গর্ভবতী মহিলাদের জন্য চিকিৎসা, বন্ধ্যাত্বের চিকিৎসা এবং শিশুর যত্নের ব্যবস্থা। দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বুসানে একটি আলাদা বোনাস দেওয়া হয়। স্থানীয় সরকার বর্তমানে তিন বা তার বেশি সন্তানের জন্য ৩৭৭ ডলার প্রদান করছে। এখন তা বাড়িয়ে করা হয়েছে ৭৫৫২ ডলার (৬১৯,৮৫২ টাকা)। দক্ষিণ কোরিয়ার জিওলা প্রদেশে, সাত বছর ধরে একটি শিশুর জন্য প্রতি মাসে ৪৩৫ ডলার (৩৭,১৮১ টাকা) বৃত্তি দেওয়া হয়। সাত বছর বয়সের মধ্যে প্রদেশের সরকার খরচ করবে প্রায় ৩১ লক্ষ টাকা। জাপানের জনসংখ্যার কথা বললে, ২০২২ সালে তা প্রচুর হ্রাস পেয়েছে। বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী, রেকর্ড পরিমাণ কমেছে। এটি ১৯৫০ সালের পর সবচেয়ে বড় পতন। জাপানের ক্রমহ্রাসমান জনসংখ্যা দেখায় যে এই চ্যালেঞ্জ মোকাবেলায় একটি ব্যবস্থা তৈরি করার জরুরি প্রয়োজন রয়েছে। অভ্যন্তরীণ বিষয়ক ও যোগাযোগ মন্ত্রকের মতে, টোকিও ছাড়া সর্বত্র জনসংখ্যা হ্রাস লক্ষ্য করা গেছে। ওকিনাওয়ার জনসংখ্যা ০.০১ শতাংশ কমেছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version