Vande Bharat Express: চলন্ত বন্দে ভারতে দৌড়ে উঠতে গেলেন যাত্রী! ফিরলেন মৃত্যুর মুখ থেকে

।। প্রথম কলকাতা ।।

Vande Bharat Express: বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন হওয়ার পর থেকেই সেটি একের পর এক ঘটনার কারণে চর্চায় এসেছে। বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে লাগাতার ইট পাথর হামলার কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) নাম। এই নিয়ে রাজনৈতিক তর্জাও কম হয়নি। কিন্তু এবার বন্দে ভারতে এক্সপ্রেসে চড়তে গিয়ে রীতিমতো মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন এক যাত্রী। চলন্ত বন্দে ভারত এক্সপ্রেসে দৌড়ে উঠতে যান তিনি। আর তারপরেই ছিটকে পড়ে যান নিচে। যদি এই যাত্রায় প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যা নাগাদ মালদা স্টেশনে (Malda Station)।

সূত্রের খবর অনুযায়ী, শনিবার সন্ধ্যার দিকে মালদা স্টেশনে এসে দাঁড়ায় বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়াগামী ওই বন্দে ভারত এক্সপ্রেসটি আবার সঙ্গে ছ’টা নাগাদ মালদা স্টেশন থেকেই রওনা দেয়। সেটি ওই মুহূর্তে এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। কিন্তু ট্রেনটি চলতে শুরু করলে এক যাত্রী দৌড়ে আসেন এবং ট্রেনের কামড়ায় ওঠার চেষ্টা করেন খানিকটা লোকাল ট্রেনের ধাঁচে। কিন্তু এই কাজটি করতে গিয়ে হুড়মুড়িয়ে তিনি নিচে পড়ে যান। প্ল্যাটফর্মে কর্মরত আরপিএফ এর কনস্টেবল এবং অন্যান্য যাত্রীদের তৎপরতায় রক্ষা পান তিনি।

পরবর্তীতে যদিও বন্দে ভারত এক্সপ্রেসকে সেখানেই থামিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। তোলা হয় তাকে কামরায়। জানা যায়, এই ঘটনার জেরে বড় কোন চোট লাগেনি তাঁর। শিবশঙ্কর বন্দ্যোপাধ্যায় নামে ওই বছর চল্লিশের যাত্রী ট্রেন ছাড়ার পর বন্দে ভারত এক্সপ্রেসে ওঠার চেষ্টা করেছিলেন। কিন্তু অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের দরজা গুলি স্বয়ংক্রিয়। তাই নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ার পর সেগুলি একাই বন্ধ হয়ে যায়। সেই মুহূর্তে ভারসাম্য রক্ষা করতে না পেরে প্ল্যাটফর্ম এবং ট্রেনের মাঝে থাকা ফাঁকা অংশ ঢুকে যান তিনি। যদিও রেল সুরক্ষা কর্মীদের সহযোগিতায় বড় কোনো দুর্ঘটনা (Accident) ঘটতে পারেনি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version