Joka-Taratala Metro : শুরু হল যাত্রী পরিষেবা, জোকা থেকে তারাতলা দৌড়াবে মেট্রো

।। প্রথম কলকাতা ।।

Joka-Taratala Metro : যে জোকা-তারাতলা মেট্রোর জন্য বহু বছর ধরে প্রতিজ্ঞা করেছিলেন যাত্রীরা তার অবসান হল। গত ৩০ ডিসেম্বর বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে উদ্বোধন করা হয় জোকা তারাতলা মেট্রোর (Joka-Taratala Metro)। তবে সেইদিন থেকে যাত্রী পরিষেবা শুরু হয়নি। ২ ডিসেম্বর অর্থাৎ আজ যাত্রীবাহী মেট্রোর যাত্রা শুরু হয়েছে জোকা থেকে তারাতলা রুটে। দীর্ঘ প্রায় ১২ বছরের প্রতীক্ষিত মেট্রো সোমবার (Monday) সকাল দশটায় জোকা থেকে তালতলার উদ্দেশ্যে রওনা দেবে বলে জানানো হয়।

আপাতত মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সকাল ১০ টা থেকে শুরু হবে মেট্রো চলাচল। আর দিনের শেষ মেট্রো পাওয়া যাবে সন্ধ্যা ছ’টা পর্যন্ত। জোকা থেকে তারাতলা পর্যন্ত যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য এসি মেট্রো যাতায়াত করবে। কিন্তু এই রুটে আপাতত আপ ডাউন মিলিয়ে মোট ১২টি মেট্রো চালানো হবে। সোম থেকে শুক্র যাত্রীরা মেট্রো পরিষেবা পাবেন। সপ্তাহের শেষ দুদিন অর্থাৎ শনিবার ও রবিবার এই মেট্রো সুবিধা তাঁরা ভোগ করতে পারবেন না।

জোকা-তারাতলা রুটে মেট্রোর সময়সূচি অনুযায়ী , জোকা থেকে প্রথম মেট্রো পাওয়া যাবে দশটায় । আর তারপর এগারোটা, বারোটা, বেলা তিনটে, চারটে এবং পাঁচটা। অন্যদিকে তারাতলা থেকে একই রকম ভাবে প্রথম মেট্রো ছাড়বে সকাল সাড়ে দশটা। তারপর সাড়ে এগারোটা, সাড়ে বারোটা, সাড়ে তিনটে, সাড়ে চারটে এবং সাড়ে পাঁচটা। এখনও যেহেতু এই মেট্রো রুটে অটো সিগন্যালিং ব্যবস্থা শুরু হয়নি তাই ওয়ান মেট্রো সার্ভিস (One metro Service) পদ্ধতিতে মেট্রো চালানো হবে। সহজ কথায় বললে, একটা মেট্রো যাত্রীদের নিয়ে প্রথমে জোকা থেকে তারাতলা যাবে । সেটা আবার তারাতলা থেকে জোকায় ফিরে আসবে।

ভাড়া সংক্রান্ত বিষয়ে পূর্বেই মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছিল। জোকা-তারাতলা মেট্রো রুটের সর্বোচ্চ ভাড়া হল কুড়ি টাকা। অন্যদিকে বেহালাবাসীরর কাছে এই মেট্রো একটি বড় উপহার ছিল নতুন বছরের। কিন্তু মেট্রো সংখ্যা না বাড়ায় এক ঘন্টা অন্তর অন্তর মেট্রো চললে তাঁরা বিশেষ কোন সুবিধা পাবেন বলে মনে করছেন না। কাজেই সিগনালিং ব্যবস্থা যাতে দ্রুত শুরু করা যায় সেই পথে এগোচ্ছে মেট্রো।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version