Panihati Tourist Spot : বছর শেষের ছুটির ডেস্টিনেশন হোক পানিহাটি, রইল দর্শনীয় কিছু স্থানের তালিকা

।। প্রথম কলকাতা ।।

Panihati Tourist Spot : ২০২২ শেষ হতে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। এর পরেই একটা নতুন বছর ২০২৩, কত নতুন পরিকল্পনা। তার আগে অবশ্যই চলতি বছরের শেষ নির্যাস টুকু শুষে নিতে চাইছেন ভ্রমণপ্রেমীরা। সামনেই আছে ক্রিসমাস তারপর আবার নিউ ইয়ার । এমনিতেই এই সময় গুলিতে একদিন অথবা দুদিনের শর্ট ট্রিপ প্ল্যান করে থাকেন অনেকে। এইবারও হয়তো অনেক ভ্রমণ প্রিয় বাঙালি সেই পরিকল্পনা করছেন। একদিনের ক্রিসমাসের ছুটি যদি ঘরে বসে কাটানোর মন না থাকে তাহলে ছুটে যাওয়াই যায় উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটি শহরে।

এই শহরটি কলকাতা থেকে খুব বেশি হলে ১৬ কিলোমিটার উত্তরে অবস্থিত। অর্থাৎ বুঝতেই পারছেন এমন কিছু দূরত্ব নয়। পানিহাটি থেকে কলকাতায় প্রায় প্রতিদিনই হাজার হাজার লোক কাজের সূত্রে, পড়াশোনার সূত্রে আসছেন। তবে অনেকেই হয়তো জানেন না পানিহাটিতে এমন বেশ কিছু জায়গা রয়েছে যা ঘুরে আসার জন্য এক্কেবারে আদর্শ। পরিবার পরিজন, কাছের মানুষ কিংবা বন্ধুদের সাথে এই শহরের আনাচে-কানাচে থাকা ঐতিহাসিক কিছু দর্শনীয় জায়গায় একদিনের জন্য ঘুরতে যাওয়াই যায়। চলুন এই শহরের ঐতিহাসিক হেরিটেজ গুলির তালিকা জেনে নেওয়া যাক

এছাড়াও ঘুরে দেখার মধ্যে রয়েছে গিরিবালা ঠাকুর বাড়ি, মনি মাধব সেনের ঠাকুরবাড়ি, ত্রাণনাথ কালী মন্দির ও ত্রাণ বাবুর ঘাট, অনুকুল ঠাকুরের আশ্রম সহ আরও একাধিক জায়গা। সম্পূর্ণ পানিহাটি ঘুরে দেখতে গেলে একদিনে অবশ্য শেষ করা সম্ভব নয়। মোটামুটি হাতে দিন তিনের মত সময় রাখতে হবে আপনাকে।

কীভাবে পৌছবেন ?

পানিহাটিতে আসার জন্য শিয়ালদাগামী যে কোন ট্রেন ধরে সোদপুর স্টেশনে নামতে হবে আপনাকে। আর তারপর ফেরিঘাটের অটো করে আসা যাবে পানিহাটিতে। হাওড়া কিংবা হুগলি দিয়ে যদি আসেন তবে আপনাকে নামতে হবে কোন্নগর স্টেশনে। সেখান থেকে অবশ্য ফেরিঘাট পেরোলেই পানিহাটি । আর যদি বি টি রোড ধরে আসেন তবে সোদপুর ট্রাফিক মোড়ের কাছে নেমে টোটো কিংবা রিক্সা করলেই সহজে চলে আসা যাবে পানিহাটি ফেরিঘাটে। উপরে পানিহাটির যতগুলি দর্শনীয় স্থানের নাম উল্লেখ করা হল সবগুলি পানিহাটি ফেরিঘাট থেকে হেঁটে কিংবা টোটো তে ১০-১৫ মিনিটের পথ। এছাড়াও পানিহাটি ঘাট যদি ঘুরে দেখতে চান তবে একটা নৌকা ভাড়া করতেই পারেন। কারণ এই পানিহাটিতে রয়েছে প্রায় ৪০ টি ঘাট যা এর ঐতিহ্য বজায় রেখেছে।

খাবার-দাবারের সুব্যবস্থা রয়েছে এই শহরে। তবে রাঘব ভবন এবং পানিহাটি ইসকন মন্দিরের দুপুরে প্রসাদ বিতরণ করা হয়। তার জন্য অবশ্য বুকিং সেরে নিতে হবে আপনাদের। এছাড়াও পানিহাটিতে একাধিক ভেজ রেস্টুরেন্ট রয়েছে । চাইলে সেখানেও মধ্যাহ্নভোজন সেরে নিতে পারেন। এই প্রতিবেদনে থাকা বেশকিছু তথ্যগুলি পাওয়া গিয়েছে জনৈক শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তির ফেসবুক পোস্ট থেকে। তাই চলতি বছরের ক্রিসমাস কিংবা নিউ ইয়ারের ছুটিতে যদি একদিনের জন্য কাছাকাছি কোথাও যেতে চান তাহলে ঘুরে আসতে পারেন পানিহাটি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version