Pakistan Blast: পাকিস্তানের জাফর এক্সপ্রেসে ভয়াবহ বিস্ফোরণ, উড়ে গেল ট্রেন লাইন! মৃত ২

।। প্রথম কলকাতা ।।

Pakistan Blast: সাম্প্রতিক সময়ে পাকিস্তানের (Pakistan) অবস্থা অত্যন্ত খারাপ। রীতিমত ধারাবাহিকভাবে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেই চলেছে। পেশোয়ারে বিস্ফোরণের (Peshawar Blast) পর দেশটির ভীত নড়ে গিয়েছে। দেশটি আবার ভয়াবহ বিস্ফোরণের মুখে পড়ল। এবার প্রাণ গেল ২ জন ব্যক্তির, আহত হয়েছেন অনেকে।

ঘটনাটি ঘটেছে কোয়েত্তার (Quetta) জাফর এক্সপ্রেসে (Jaffar Express)। বৃহস্পতিবার ট্রেনটি পেশোয়ার (Peshawar) থেকে চিচাওয়াটনি (Chichawatni) স্টেশনে আসার সময় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণ কেন ঘটলো বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেই বিষয়ে এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি, তবে তদন্ত শুরু হয়েছে। বিস্ফোরণের জেরে কিভাবে জাফর এক্সপ্রেস দুমড়েমুচড়ে গিয়েছে, সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

যখন দুর্ঘটনাটি ঘটে তখন ট্রেনটি চলন্ত অবস্থায় ছিল। এটি যাচ্ছিল পেশোয়ার থেকে কোয়েত্তা। বিস্ফোরণের কারণে ট্রেনটি লাইন থেকে বিচ্যুত হয়ে বাইরের ছিটকে পড়ে। যারা আহত হয়েছেন তাদের মধ্যে অনেকের অবস্থা বেশ গুরুতর। তাদেরকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা বাড়তে পারে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পাকিস্তান রেল পুলিশ এবং রেলের পদস্থ কর্মকর্তারা। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, ট্রেনের শৌচালয়ের পাশে একটি গ্যাস সিলিন্ডার রাখা ছিল সেখান থেকেই কোনোভাবে আগুন লেগে বিস্ফোরণ ঘটেছে। এখনো পর্যন্ত মৃত দুই যাত্রীর পরিচয় জানা যায়নি। এই ঘটনায় আদৌ কোন জঙ্গি সংগঠন জড়িয়ে রয়েছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। জাফর এক্সপ্রেসের বিস্ফোরণের এটি দ্বিতীয় ঘটনা। গত মাসেও ঠিক এমন বিস্ফোরণ ঘটেছিল, যেখানে আহত হয়েছিলেন প্রায় আট জন। তখন বিস্ফোরণের কারণে ট্রেনটির দুটি বোগি লাইনচ্যুত হয়ে বাইরে বেরিয়ে এসেছিল।

পাকিস্তান এখন মহাবিপদে। এমনি থেকেই দেশটির অর্থনৈতিক ভিত নড়ে গিয়েছে। তারপর একের পর এক বিস্ফোরণের খবর পাকিস্তানের জন্য একেবারেই ভালো নয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়া উঠে আসছে নানান ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, পাকিস্তানের মানুষ সামান্য রুটির জন্য মারামারি করছেন। এত কিছুর পরেও দেশটিতে অব্যাহত রাজনৈতিক জটিলতা। একদিকে অগ্নি মূল্য বাজার, অপরদিকে দেশের অভ্যন্তরীণ সমস্যা, সবকিছুর মিলেমিশে বিশেষজ্ঞরা অনেকেই আশঙ্কা করছেন পাকিস্তান শ্রীলঙ্কা না হয়ে যায়।

https://twitter.com/aisha786_khan/status/1626086219871563779?s=20

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version