Pakistan: পাকিস্তানের নাম বদলে গেল! ভারত ছাড়াও রয়েছে আরও বড় শত্রু

।। প্রথম কলকাতা ।।

Pakistan: পাকিস্তানের আসল নামটা কী? জানা আছে আপনার ভারতের একের পর এক ক্ষতি করেছে দেশ তার ব্যাপারে অনেক গোপন তথ্যই এখনও অজানা। জানেন ভারত ছাড়াও এক বড় শত্রু রয়েছে পাকিস্তানের। দেশটা তখনও শত্রু ছিল আর এখনও ছবিটা একই।। তবে শত্রুর সবটা জেনে রাখা ভালো পাকিস্তানের সরকারী ভাষা কিন্তু উর্দু নয়, হ্যাঁ পাকিস্তানের মাতৃভাষা উর্দু তবে সরকারের স্বীকৃত ইংরেজী। অবশ্য ৬০টির ওপর বেশি ভাষায় কথা বলে সেখানকার মানুষ।

ভারত ছাড়া পাকিস্তান আর একটা দেশকে সহ্যই করতে পারে না, মানে ওই দেশে তো পা দেওয়ার যেমন জাহান্নমের সমান। তাই পাকিস্তানের ভিসা বড় বড় করে লেখা থাকে আপনি ইজরাইল ছাড়া পৃথিবীর যেকোন দেশে যেতে পারেন। হ্যাঁ, ইজরায়েলই হল আরেক দুশমন পাকিস্তান ইজরায়েলকে কোনও দেশ মনে মান্যতাই দেয় না। অবশ্য পাকিস্তান বলা ভুল হবে ইসলামী জামহুরিয়া পাকিস্তান হ্যাঁ এটাই হল পাকিস্তানের আসল নাম। জানেন এদেশ পড়াশোনা করতে গেলেও ট্যাক্স দিতে হয় সরকারকে। অনেকই বলেন এই জন্যই তো দেশটা আজ ফতুর। কোন শিক্ষার্থী যদি পড়াশোনায় ২ লাখেরও বেশি টাকা খরচ করে তাহলে তাকে ৫% ট্যাক্স দিতে হয়। সম্ভবত এই ভয়ের কারণেই পাকিস্তানের সাধারণ ঘরের ছেলেমেয়েরা কম পড়াশোনা করে।

এই পাকিস্তানের মাটিতে এমনও কিছু হয় যাতে বিশ্বের লাভ হয়েছে বা এখনও হয়। ভারতে রক সল্ট আসে পাকিস্তান থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রক লবণের খনি পাকিস্তানে। বিশ্বের প্রথম কম্পিউটার ভাইরাসটি ১৯৮৬ সালে পাকিস্তানের ফারুক আলভি ব্রাদার্স নামে কম্পিউটার ইঞ্জিনিয়ারদের দ্বারা তৈরি করা হয়েছিল। ভারতের এই প্রতিবেশী দেশের সরকারী ভাষা ইংরেজী হলেও কিছু এমন শব্দ রয়েছে যা আপনি ইংরেজিতে অনুবাদ করতে পারবেন না। যেগুলোকে অবৈধ বলে বিবেচিত করা হয় যেমন আল্লাহ, মসজিদ, রাসূল বা নবী ইত্যাদি। ভুলেও কেউ যদি এই শব্দগুলি কে ইংরেজিতে অনুবাদ করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

আচ্ছা বলুন তো দেখি পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রিকে কী বলা হয়? বলিউড হলিউডের মাঝে পাকিস্তানের চলচ্চিত্র ইন্ড্রাস্ট্রিকে বলা হয় ললিউড যেখানে বেশির ভাগ ছবি উর্দু, পশতু এবং পঞ্জাবি ভাষায় কিন্তু এখনও বলিউডের বেশির ভাগ ছবি পাকিস্তানে দেখানো হয়। ভারতে ২০০০ টাকার নোট বাতিলের পর যেমন ৫০০ টাকার নোট যেভাবে সবচেয়ে বড়। ঠিক একইভাবে পাকিস্তানে সবচেয়ে বড় নোট (পাকিস্তানি রুপি) ৫০০০।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version