পাকিস্তান বাংলাদেশের বন্ধুত্ব চায়! বাংলা গানে পাক মিডিয়া মুখর, কোন ইঙ্গিত?

।। প্রথম কলকাতা ।।

পাকিস্তান কী এবার ক্ষমা চাইবে বাংলাদেশের কাছে? জল্পনা বাড়ছে পাক টেলিভিশনে বাঙালী শিল্পী এনে বাংলা গান! কোন ইঙ্গিত? বাংলাদেশের কাছে আসার নতুন কৌশল নিল পাকিস্তান। বাংলাদেশীরা সব ভুলে ক্ষমা করে দেবেন নাকি? ২০১৯, ২০২০ বাংলাদেশের সংবাদমাধ্যমের শিরোনামে জ্বলজ্বল করে পাকিস্তান ইমরান খানের আমলে বাংলাদেশের কাছে আসতে চাইছে। এমনকি শেখ হাসিনাকে ফোনটাও করে ফেলেছিলেন ইমরান খান। বলে দিয়েছিলেন বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার কথা ভাবছে পাকিস্তান।

ইমরান খান আজ কুর্সিতে নেই, তাই সেই প্রচেষ্টাও থমকে। কিন্তু কার্যত এক আজব কান্ডই দেখা গেল পাক টেলিভিশনে যে বাংলা ভাষার জন্য একবার একটা যুদ্ধ হয়ে গেল একটা দেশভাগ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল সেই বাংলা ভাষায় গান শোনা যাচ্ছে পাকিস্তানের টেলিভিশনে। তাও আবার এককালের পাকিস্তানের নিষিদ্ধ করা কবিগুরু রবীন্দ্রনাথের ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। উর্দু, হিন্দি, পঞ্জাবি জানা পাকিস্তানে বাংলা কারা বোঝে? শেষে পাক হোস্ট রীতিমত বলছেন এই গান উর্দুতে ট্রান্সলেট করে বোঝাতে। তাহলে এটা গোপন মেসেজ যে এভাবেই পাকিস্তান একটু একটু করে বাংলাদেশের কাছে আসতে চাইছে? অন্তত নেটিজেনদের তো তেমনটাই দাবি।

কিন্তু বাংলাদেশিদের মুক্তিযুদ্ধের সেই ক্ষত কী এসব করলে ভরবে আদৌ? পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক কেমন জানেন? পাকিস্তানকে কিন্তু এই একটা জায়গায় মাথা ঝোঁকাতেই হয় বাংলাদেশ থেকে চা, ফার্মাসিউটিক্যাল পণ্য, তৈরি পোশাক, সিরামিক পণ্য, জুতা, চামড়াজাত ও পাটজাত পণ্য পাকিস্তানে রপ্তানি হয়।বাংলাদেশের থিঙ্কট্যাঙ্কদের দাবি পাকিস্তান যদি কোনওদিন ক্ষমা চায় তাতেও বরফ গলবে না। কারণ ক্ষমাটা পাক সরকার নয় পাকিস্তান সেনাবাহিনীকে চাইতে হবে। ১৯৭৪ সালে সিমলা চুক্তির পর যে আলোচনা শুরু হয়েছিল তাতে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তৎকালীন পাক প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টো বাংলাদেশের জনগণের কাছে অনুরোধ করেছিলেন যেন তারা তাদের পাকিস্তানকে ক্ষমা করে দেন, কিন্তু সেটা যথাযথ ক্ষমা চাওয়ার ধরণ ছিল না বলে মত বাংলাদেশের জনতার।

আজও পাকিস্তানের পাঠ্যপুস্তকে ১৯৭১র সত্যিটা জানানো হয় না পড়ুয়াদের। পাকিস্তানে বাংলাদেশের জন্ম সম্পর্কে স্কুল শিক্ষার্থীরা প্রথম জানার সুযোগ পায় নবম শ্রেণীতে উঠে সরকারিভাবে স্কুলে যেসব পাঠ্যবই পড়ানো হয়। সেখানে খুবই অস্পষ্টভাবে ১৯৭১ সালের ঘটনাবলী তুলে ধরা হয় এই বিবরণ দুই বা তিন পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ খুব বিস্তারিত কিছু সেখানে নেই। ইমরান খান আমলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যা তার গদিচ্যুত হওয়ার পর ধামাচাপা পড়ে যায়। পাকিস্তানে নির্বাচনের পর কাদের সরকার আসে আর তখন বাংলাদেশের প্রতি তাদের কী অবস্থান হয় সেটাই দেখার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version