।। প্রথম কলকাতা ।।
Pakistan China: চিনকে ব্ল্যাকমেল করতে শুরু করল পাকিস্তান। টাকা আনতে এবার এতটা নীচে নামতে হল?শাহবাজ সরকারের নয়া পরিকল্পনায় কেন চমকে যাচ্ছে বেজিং? বিপদের দিনে পাকিস্তানকে গর্তে ফেলেছিল এই চিন। চিনের জন্য একমাত্র পাকিস্তানই টিট ফর ট্যাট। অনেকে বলছেন পাকিস্তান প্রমাণ করে দিল তারা বন্ধুত্ব রাখার যোগ্য নয়। নাকি পুরোনো বদলা এখনই তোলার সময় জিনপিংয়ের দেশের থেকে। আমাদের এমন কিছু বন্ধু থাকে না যারা ওপরে বন্ধু কিন্তু তলায় তলায় সর্বনাশ করে দেয়। জিওপলিটিক্সও অনেকটা এমনই। পাকিস্তানের শাহবাজ সরকার আইএমএফের থেকে শেষ ঋণ পায়নি। তাই এবার মুখোশ খুলে আসল চেহারা দেখাল চিনকে।
পাকিস্তান চিনকে বলে দিল আপনারা নতুন একটা লোন দিন আমাদের৷ এরপরেই চিনের তরফে বলা হয়। আগের ঋণ শোধ করে দাও নতুন পেয়ে যাবে। কিন্তু বেঁকে বসল পাকিস্তান। পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার জানিয়ে দিলেন আগে নতুন লোন দিন, নয়ত পুরোনো লোন শোধ করা হবে না। এর মানে যে চিন লোনের জালে ফেলে চাপ দেয় বিভিন্ন দেশকে তাদেরকেই তাদের জালে ফাঁসিয়ে দিল পাকিস্তান৷ অনেকেই বলছেন হয়ত পাকিস্তান পুরোনো হিসেবের বদলা নিল। চলতি বছরে IMFএর পাকিস্তানকে ঋণ দেওয়ায় বেজায় আপত্তি তুলেছিল চিন।
কিন্তু না কূটনৈতিক মহলের একাংশ বলছেন বদলা নেওয়ার ক্ষমতা বা পরিস্থিতি এখন একেবারেই নেই পাকিস্তানে। পাকিস্তানের বাধ্য হয়ে এটা প্ল্যান-বি অ্যাপ্লাই বলতে পারেন।
সরাসরি বেজিংয়ের কাছে কিন্তু এমন প্রস্তাব রাখেননি পাক অর্থমন্ত্রী৷ চিনের চার্জ ডি অ্যাফেয়ার্স প্যাং চুনজুইয়ের সঙ্গে দেখা করেন ইশাক দার। সেখানে তিনি বলেন আইএমএফ পাকিস্তানকে লোন দেবে না। আর
আইএমএফ বলছে আরও টাকা জোগার করতে হবে। এক্ষেত্রে বলে রাখি সত্যিই যে লোন দেবে না আইএমএফ এটা একপ্রকার ধরেই রাখতে পারেন। নেপথ্যে রয়েছে একটা খবর পাকিস্তান যে বাজেট পেশ করেছে তাতে চটে গিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। তারা বলছে আগেই বলা হয়েছিল ফিসক্যাল রেসপন্সিবিলিটি নিয়ে আসো। সেখানে পাকিস্তান তাদের প্রতিরক্ষায় কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বরাদ্দ। তাহলে লোন দেওয়ার তো কোনো মানেই হয় না৷ এর মানে পেটে ভাত থাক কি না থাক হাতে অস্ত্র থাকতে হবে।
ইশাক দার বেজিংকে এরপর জানায় ব্যাঙ্ক অব চায়নাকে আগামী ২ সপ্তাহে ৩ মিলিয়ন ডলার ঋণ দিতে হবে। এখন যদি আপনাদের ঋণ মেটাতে চায় পাকিস্তান তাহলে আমাদের ফরেক্স রিজার্ভ বড় ধাক্কা খাবে। এর থেকে বেটার চিন রি ফাইনান্স করুক পাকিস্তানকে৷ এর মানে কি? পাকিস্তানের অনুরোধ যে ঋণ মেটাতে হবে হয় তার জন্য সময় বাড়ান। নয়ত ইন্টারেস্ট রেট কম করুন নয়ত দেশ ডুবে যাবে। এখন প্রশ্ন হল ইসলামাবাদের এই আবদার কি মেনে নিল চিন? বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তানকে লোন দিয়ে তারা যে ফাঁদে পড়েছে
মেনে না নিলে সমস্ত টাকা ডুবে যাবে ড্রাগনের দেশের। এরপর সুযোগ বুঝে পাকিস্তান বলে দেয় লোন মেটানোর সঙ্গে সঙ্গেই নতুন লোন দিতে হবে আপনাদের৷ বিশ্লেষকেরা বলছেন এর ফলে আইএমএফকে বলা যাবে আগে ৪ বিলিয়ন ডলার তো জোগার করেই ছিল পাকিস্তান এবার আরো ১.৩ বিলিয়ন মানে ৫.৩ বিলিয়ন জোগার করল বাকি ০.৭ বিলিয়ন সৌদি বা আরব আমিরাত কেউ তো দেবেই। এই হল সোজা সাপটা ফাঁদ৷ এবার পাকিস্তান এমন পরিকল্পনা একেবারে মুখ বুজে চিন মেনে নেবে নাকি এখানে থাকবে কোনও নতুন শর্ত৷ এখন সেটাই দেখার৷
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম