পাকিস্তান ইজরায়েলকে অস্ত্র বেচছে! মুসলিম বিশ্বকে ধোকা ইসলামাবাদের, কত বিলিয়নের চুক্তি ?

।। প্রথম কলকাতা ।।

পাকিস্তান ইজরায়েলকে গোপনে বেচছে অস্ত্র। মুসলিম বিশ্বের সঙ্গে বড়সড় ধোঁকা। ইজরায়েলকে তো দেশ বলেই স্বীকৃতি দেয় না পাকিস্তান। টাকার জন্য নিজেদের অস্তিত্বও বেচে দেবে ইসলামাবাদ। ছি ছি করছেন পাকিস্তানীরা। পাকিস্তান ইউক্রেনকে অস্ত্র বেচেছিল যা নিয়ে আন্তর্জাতিক মহলে কম ছি ছি হয়নি কিন্তু বাজি রেখে বলা যাচ্ছে এই খবর কিছুই নয়। কারণ এই খবর সত্যি হলে এটা বলা চলে পাকিস্তান এবার গদ্দারি করল নিজেদের সঙ্গে, মুসলিম বিশ্বের সঙ্গে। উইয়নের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে সম্প্রতি একটি রিপোর্ট দাবি করা হচ্ছে পাকিস্তান থেকে উড়ে যাচ্ছে কিছু গোপন বিমান। আর সেই বিমানগুলো উড়ে যেখানে পৌঁছচ্ছে তাতেই বোঝা যায় ইসলামাবাদ তলায় তলায় ঠিক কী করছে।

সত্যিই কি পাকিস্তান আইএমএফের লোনের ওপর নির্ভরশীল? নাকি এটা আসলে গোটাটাই লোক দেখানো এবার কি মুসলিম বিশ্ব আর ভরসা করবে পাকিস্তানের ওপর? রিপোর্ট বলছে ১৫৫ মিমির শেল ইজরায়েলকে বিক্রি করছে পাকিস্তান। ঠিক কত বিলিয়নের চুক্তি ইজরায়েল করেছে পাকিস্তান আর্মির সঙ্গে? ওয়াকিবহাল মহল বলছেন ভারতে থাকা প্যালেস্টাইনের রাষ্ট্রদূত বলেছিলেন না ভারতের থেকে তাদের কোনও আশা নেই
এবার পাকিস্তানকে নিয়েও তারা বক্তব্য রাখুক। প্রতিবেদনের তথ্য বলছে বাহারাইন থেকে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে থাকা নুর খান বেসে আসছে সিক্রেট বিমান যা সেখান থেকে ওমান হয়ে সাইপ্রাসে রওনা হয়েছে। সাইপ্রাসে রয়েছে ব্রিটিশ এয়ার ফোর্সের আন্তর্জাতিক আক্রোটিরি বেস। আর এগজ্যাক্টলি সেখান থেকেই ইজরায়েলের কাছে অস্ত্র পৌছচ্ছে। ইজরায়েল-হামাস যুদ্ধের জন্য ব্রিটিশ এই বিমানগুলো পৌঁছচ্ছে দক্ষিণ ইজরায়েলের নেভাটিম এয়ার ফোর্সের বেসে।অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট অস্ত্র নিয়ে পৌঁছে যাচ্ছে তেল আভিভের বেন গুরিয়ন এয়ারপোর্টে।

পাকিস্তান এমন একটা দেশ যাদের পাসপোর্টে লেখা থাকে
তাদের দেশের নাগরিকেরা ইজরায়েলর ছাড়া যে কোনও দেশে যাত্রা করতে পারবে। কারণ ফিলিস্তিন রাষ্ট্রের বা ফিলিস্তিন সঙ্কটের জেরে ইজরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিই দেয় না পাকিস্তান। এমনকি পাকিস্তানকেও কাশ্মীর ইস্যুতে সাপোর্ট করে না তেল আভিভ। তাহলে তাদের সঙ্গে কিসের ডিল? তবে এখানেই থেমে গেলে চলছে না। ইমরান খান প্রধানমন্ত্রী থাকার সময় স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনে পাকিস্তানের ওপর চাপ রয়েছে। তাহলে এটাও কি সেই চাপেরই পরিণতি?

এদিকে আরেকটা জিনিস লক্ষ্য করার পাকিস্তান বিরুদ্ধে কিন্তু ইউক্রেন ও ইজরায়েলকে এই একই ১৫৫ মিমির শেল বিক্রি অভিযোগ উঠেছে। তাহলে এই সবটাই কি পাকিস্তানের পেটের ভাত জোগানোর জন্য, নাকি এবার যুদ্ধ মিটলেই ইজরায়েলের সঙ্গে গোপনে সম্পর্ক তৈরি করবে পাকিস্তান? এই খবরে মুসলিম বিশ্ব যে ছি ছি করছে তাতে কোনও সন্দেহ নেই‌।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version