Jack Ma: পাকিস্তান-বাংলাদেশে গোপন সফর জ্যাক মা! কেন? ঘুম উড়ছে জিনপিংয়ের

।। প্রথম কলকাতা ।।

Jack Ma: পাকিস্তান থেকে বাংলাদেশ রহস্যময় সফরে চীনা ব্যবসায়ী জ্যাক মা। এই ব্যবসায়ীকেই কার্যত গায়েব করার অভিযোগ ছিল চীন সরকারের বিরুদ্ধে। চীন‌ সরকারের বিরুদ্ধে গোপন খেলা? জ্যাক মা সফরের টের পাননি জিনপিংও। জিনপিংকে টপকে কোনও সিদ্ধান্ত নিলে ঢাকা-ইসলামাবাদের বড় ক্ষতি। কেন এতটা গোপন‌ রাখা হল জ্যাক মা’র সফর? শুধু পাকিস্তান বা বাংলাদেশ নয়৷ নেপালেও চুপি চুপি পৌঁছে গিয়েছিলেন জ্যাক মা৷ প্রকাশ্যে খবর আসতেই রীতিমত হইচই পড়ে গিয়েছে বেজিংয়ে। চীনের একজন বিজনেস টাইকুন সহ আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা নাম নিশ্চয় শুনেছেন আপনি। চীন সরকারের বিরুদ্ধে মুখ খোলায় নিখোঁজ ছিলেন গত কয়েকমাস। এবার সেই জ্যাক মা বাংলাদেশ থেকে নেপাল তারপর সোজা পাকিস্তান। কিন্তু কেন? সবথেকে বড় প্রশ্ন কেন অতি গোপনীয়তা বজায় রেখে সফর করলেন এই ধনকুবের। জিনপিং জানলে কি দেশের বাইরে পা রাখতে দিতে না জ্যক মা কে? চীনা সরকারকে না জানিয়ে বেজিংয়ের বন্ধু দেশের সঙ্গে কোন খেলা খেলবেন তিনি? নাকি বেজিংয়ের বন্ধুদের একসঙ্গে নিয়ে জিনপিংয়ের বিরুদ্ধেই নয়া চাল।

জেনে রাখুন এই গোটা বিষয়ের পর কিন্তু নজর রয়েছে ভারতবর্ষে। পাকিস্তানে গিয়ে কেন গোপন আস্তানায় উঠলেন জ্যাক মা। বাংলাদেশে গেলেন কিন্তু জানতেই পারল কেউ। এমন কি এসব দেশের থাকা চিনের দূতাবাসও ছিল সম্পূর্ণ অন্ধকারে। বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে‌ একটি বিলাসবহুল হোটেলের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. ওয়ালিদ শামীম রবিবার (২ জুলাই) জ্যাক মার সঙ্গে একটি গ্রুপ ছবি তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ঢাকা সফরে জ্যাক মাকে স্বাগত জানানো ছিল অত্যন্ত সম্মানের ব্যাপার।’ এদিকে পাকিস্তানে জ্যাকের সঙ্গে সফরে ছিলেন পাঁচ জন চিনা শিল্পপতি। এ ছাড়া, ডেনমার্কের এক জন এবং আমেরিকার এক জনও ছিলেন। জ্যাকের পাক সফরের সঙ্গী হিসাবে জানা যাচ্ছে নেপালে নেপালের অল্প কয়েকজন কর্মকর্তাই জ্যাক মার সফর সম্পর্কে জানতেন।

প্রশ্ন উঠছে একটা দেশের সংবাদমাধ্যমও কী এই গোপন সফরের টের পায়নি৷ নাকি জেনে বুঝে মুখ বন্ধ রাখানো হয়েছিল মিডিয়ার। পাকিস্তান-বাংলাদেশ-নেপাল ঠিক কোন কাজে এসেছিলেন জ্যাক মা। যা জানতে পারা যাচ্ছে তা যে পুরো তথ্য নয় সেটা আন্দাজ করা সম্ভব। কিছু বিশেষজ্ঞদের দাবি জ্যাক মার সফরে আশায় বুক বাঁধছে পাকিস্তান। পাকিস্তানের তাবড় তাবড় বিজনেসম্যান মনে করছেন অর্থনৈতিক সঙ্কটে দীর্ণ পাকিস্তানে চিনা ধনকুবের জ্যাকের নজর পড়লে বাণিজ্যিক দুনিয়ায় ইতিবাচক ইঙ্গিত বয়ে আনতে পারে এই গোপন সফর। অনেকের মতে, পাকিস্তানে বাণিজ্য শুরু করার কথা ভাবছেন জ্যাক। সেই কারণে তিনি লাহোর গিয়েছিলেন৷

অনেক কাজই নাকি করে ফেলেছেন তিনি ২৩ ঘণ্টার সফরে, কিন্তু প্রশ্ন উঠছে পাকিস্তান ব্যবসা শুরু করতে চাইলে তাতে এত গোপন সফরের কী মানে? এটা জানলে তো চীনা সরকার খুশিই হবে নাকি তার উল্টোটা? জাপানে দীর্ঘ সময় কাটিয়েছিলেন জ্যাক মা৷ চীন সরকারের সঙ্গে সংঘাতের পর প্রায় এক বছর লোকচক্ষুর আড়ালে ছিলেন জ্যাক। নেপথ্যে জিনপিং সরকারের হাত ছিল কিনা কেউ জানে না। চীনা সরকারের সঙ্গে ব্যবসায়িক কারণে সংঘাতের আবহাওয়া তৈরি হয়েছিল জ্যাকের। এরপর তাঁকে ২.৭৫ বিলিয়ন ডলারের জরিমানা করা হয়। আসলে ঠিক কী কারণে এত কনফিডেনশিয়াল সফর করলেন জ্যাক মা সেটা ক্রমশ প্রকাশ্য৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version