পাকিস্তান আর্মি নাস্তানাবুদ! গ্রাম দখল হচ্ছে পরপর, ইসলামাবাদে উদ্বেগ বাড়ছে

।। প্রথম কলকাতা ।।

পাকিস্তানের একের পর এক গ্রাম দখল করছে তালিবান। পাক সেনা বেকুব বনে গেল আরও বড় হামলা হতে পারে সতর্ক পাকিস্তান আর্মি। পাকিস্তানের নির্বাচনই কী আটকে দেবে তালিবান? পাকিস্তানের রিসেন্ট খবর জানেন? পরিস্থিতি অন্য পর্যায়ে পৌঁছে যাচ্ছে দখল হচ্ছে একের পর এক গ্রাম। যে পাকিস্তান সেনা নিজেদের বীরত্বের এর গর্ব করে তারা আটকাতে পারছে না কোনওভাবেই। অনেকেই বলছে এরা পাকিস্তানে তৈরি হওয়া জঙ্গি গোষ্ঠীর সঙ্গেই পেরে উঠছে না আবার এরা হবে ইন্ডিয়ান আর্মির মুখোমুখি। পাকিস্তানের খাইবার পাকতুনখোয়া প্রদেশের বড় আপডেট।

তালিবান হামলা করেছে পাকিস্তানে তবে এরা পাকিস্তান তালিবান। মানে টিটিপি সম্প্রতি এই গোষ্ঠীই হামলা চালিয়েছিল পাকিস্তান সেনার কনভয়ে। তাতেই পাকিস্তানি সেনার ৯ জওয়ানের মৃত্যুও হয়। আর এবার সোজা এলাকা দখলে নামল টিটিপি। অনেকেই আশঙ্কা করছেন টিটিপি পাকিস্তানের নির্বাচন হতে দেবে তো? পাকিস্তানের মিডিয়াকে কিন্তু এনিয়ে বিশেষ কোনও খবর দিতে শুনবেন না। কারণ সেই দেশের মিডিয়া চালায় সরকার। আর সরকারকে পাকিস্তান আর্মি তবে ইন্ডিয়া টুডের রিপোর্ট বলছে ইমরান খানের জন্মস্থান খাইবার পাখতুনখোয়া প্রদেশের। বেশ কটি গ্রাম অলরেডি দখল করে ফেলেছে টিটিপি। সেখানকার চিত্রল জেলা থেকেই এই অপারেশন শুরু করা হয়।

এমনকি টুইটার থেকে পাওয়া বেশ কিছু তথ্য বলছে ডুরান্ড লাইনের কাছে পাক সেনার সঙ্গে রীতিমত সংঘর্ষ চলে তেহেরিক-ই- তালিবানের। আর তাতেই নাকি বেশ কিছু পাক সেনার মৃত্যু হয়েছে বলেও খবর। অবশ্য চিত্রলের গ্রামগুলি দখল করার পর টিটিপির মুখপাত্র মহম্মদ খুরাসানি বলেন চিত্রলের মানুষের কোনও ক্ষতি হবে না তারা শান্ত থাকতে পারেন। টিটিপির লড়াই পাকিস্তানের নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে। পাক সেনা একথা স্বীকার করতে নারাজ যে গ্রামের পর গ্রাম দখল করে নিচ্ছে টিটিপি। পাক আর্মি ও টিটিপি এই সংঘাত কী নির্বাচনকে কোনওভাবে প্রভাবিত করতে পারে আশঙ্কা প্রকাশ করছেন পাক থিঙ্ক ট্যাঙ্করা।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version