Mike Pompeo: ‘সার্জিক্যাল স্ট্রাইকের পর পাক পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছিল’, দাবি প্রাক্তন মার্কিন সেক্রেটারির

।। প্রথম কলকাতা ।।

Mike Pompeo: ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ভুলতে পারবে না ভারতীয়রা। কারণ সেই দিন পুলওয়ামায় এক আত্মঘাতী জঙ্গির হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান শহীদ হয়েছিলেন। যদিও এর জবাব দিয়েছিল ভারত। পুলওয়ামা অ্যাটাকের (Pulwama Attack) পর ২৬ ফেব্রুয়ারি বালাকোটে এয়ার স্ট্রাইক (Balakot surgical Strike) চালায় ভারতীয় বায়ু সেনা। তাঁরা প্রায় ৩০০ জঙ্গিকে খতম করেছিল, এমনটাই তথ্য উঠে এসেছিল। ভারত এবং পাকিস্তানের মধ্যেকার সম্পর্ক একেবারে তিক্ত হয়ে উঠেছিল, যার কারণে সেই সময় পারমানবিক যুদ্ধের (Nuclear War) সম্ভাবনা দেখা দিয়েছিল এমনটাই দাবি করেছেন প্রাক্তন মার্কিন সেক্রেটারি মাইক পম্পেও (Mike Pompeo) ।

সম্প্রতি তাঁর একটি বই ‘নেভার গিভ অ্যান্ড ইঞ্চি: ফাইটিং ফর দ্য আমেরিকা আই লাভ’ প্রকাশিত হয়েছে। আর সেই বইয়ে এই কথা উল্লেখ করেছেন তিনি। এই বইয়ে তিনি লেখেন, যখন পুলওয়ামা অ্যাটাক হয় সেই সময় তিনি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভিয়েতনামের হ্যানোয়েতে ছিলেন। তাদের একটি বৈঠক ছিল উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে। সেই রাতের পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছিল যে, তিনি ভারতের তৎকালীন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে এই বিষয়ে কথা বলেন। পম্পেও বলেন, সুষমা স্বরাজ তাঁর কাছে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, পাকিস্তান সার্জিক্যাল স্ট্রাইকের প্রতিশোধ নেওয়ার জন্য পারমাণবিক হামলার পরিকল্পনা করছে।

ওই বইটিতে পম্পেও আরও লেখেন, সেই রাতের কথা তিনি কিছুতেই ভুলতে পারবেন না।, ‘আমি মনে করি না বিশ্ব সঠিকভাবে জানে যে ভারত ও পাকিস্তানের মধ্যেকার শত্রুতা ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পারমাণবিক দাবানলে পরিণত হতে চলেছিল। তাঁরা যুদ্ধের খুব কাছাকাছি ছিল’। এছাড়াও পম্পেও তাঁর লেখা বইটিতে জানান, ওই পরিস্থিতিতে তিনি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়ারের সঙ্গে কথা বলেন। তবে সেনাপ্রধান দাবি করেছিলেন, ভারতের তরফ থেকে যে দাবি তোলা হয়েছে তা সঠিক নয়। কাজেই সেই সময় আমেরিকা ভারত এবং পাকিস্তানকে পৃথকভাবে বুঝিয়েছিল যে ওই দুটো দেশের মধ্যে কোন দেশই একে অপরের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে না। সেই সম্পূর্ণ সময়কালে ভারতে নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত কেন জেস্টার দারুন কাজ করেছিলেন এমনটাই নিজের বইয়ে লিখেছেন পম্পেও। যদিও প্রাক্তন মার্কিন সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেওর এই দাবি প্রসঙ্গে ভারত সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো রকম প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version