।। প্রথম কলকাতা ।।
Kolkata Metro: ফের কলকাতা মেট্রোয় বিভ্রাট। আজ দুপুর ২টো ৫ মিনিট নাগাদ বিভ্রাট দেখা গিয়েছে নোয়াপাড়া ও বরানগরের মাঝে থাকা থার্ড লাইনে। যার কারণে মেট্রোর থার্ড লাইনে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এই যান্ত্রিক সমস্যার কারণে দুপুর থেকেই ব্যাহত রয়েছে পরিষেবা। ঘটনার জেরে মেট্রো চলাচল বন্ধ রয়েছে দমদম-দক্ষিণেশ্বর আপ ও ডাউন লাইনে। যাত্রীদের ভিড় চোখে পড়েছে নোয়াপাড়া, বরানগর ও দক্ষিণেশ্বরের মতো। মেট্রো সূত্রে খবর, এই সমস্যা দেখা দিয়েছে মেট্রো লাইনে কোনও ফরেন পার্টিকেল বা বাইরের জিনিস এসে পড়ায় ৷ তবে দ্রুত সেই পরিস্থিতি স্বাভাবিক করার কাজ করা হচ্ছে৷ আপাতত দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে৷
প্রায় প্রত্যেকদিনই মেট্রোয় কোনও না কোনও সমস্যায় নাজেহাল হতে হচ্ছে নিত্যযাত্রীদের। কিন্তু এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে চলেছে। অনেক নিত্যযাত্রীর কথায় অবাক করার মতো বিষয়, ভুল থেকে মেট্রো কর্তৃপক্ষ কোনও শিক্ষা নিচ্ছে না। কতক্ষণের মধ্যে ওই অংশে মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে তা নির্দিষ্টভাবে কিছু বলতে পারেনি মেট্রো কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, গত সপ্তাহে অফিস যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। সাত সকালে এক ব্যক্তি রবীন্দ্র সদনে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন । ওই ব্যক্তি ঝাঁপ দেওয়ায় সঙ্গে সঙ্গে চালক ট্রেন থামিয়ে দেন। ট্রেনের নীচে চলে যায় আত্মঘাতী যুবকের দেহ। আপৎকালীন দরজা দিয়ে যাত্রীদের ট্রেনের বাইরে বের করে আনা হয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম