Bengali serial: অর্কপ্রভ উচ্চ মাধ্যমিক ফেল ? তোমাদের রানীর দুর্জয় যেভাবে অভিনয়ে এলেন

।। প্রথম কলকাতা ।।

 

Bengali serial: তোমাদের রাণীর নায়ক দুর্জয় উচ্চমাধ্যমিকে ফেল। কীভাবে অভিনয়ে এলেন? হতে চেয়েছিলেন উকিল। কীভাবে নায়ক হলেন জানেন? সে এক জার্নি বটে।
পড়াশোনায় মন ছিল না কিন্তু একাধিক গুণের অধিকারী অর্কপ্রভ। দুর্যয়ের রিয়েল লাইফ স্ট্রাগল শুনুন তাহলে।

 

এক কাজ বেশিদিন ভালো লাগে না। তাই মাঝে মধ্যেই পেশা বদল করেন অর্কপ্রভ। একসঙ্গে পরিচালনা, ওয়েডিং ফটোগ্রাফি, মডেলিং, অ্যাকটিং সবটাই করেছেন। অর্কপ্রভ দিব্যি জানিয়েছেন, তাঁর অভিনেতা হওয়ার ইচ্ছে সেভাবে ছিল না। ছোটপর্দায় ডাক্তার হলেও বাস্তবে তিনি উচ্চ মাধ্যমিক ফেল। অভিনেতার কথায়, তিনি উকিল হতে চেয়েছিলেন। কিন্তু উচ্চমাধ্যমিকে ফেল করেন একবার। এমনকী ক্লাস টেনটাও টেনেটুনে পাশ। তারপর আর ফেল করার ভয়ে আইন নিয়ে পড়ার সাহস দেখাননি। কিন্তু মনের সেই ইচ্ছেটা আজীবন রয়ে গিয়েছে কিন্তু সেখান থেকে অভিনয়!

 

বাংলা টেলিভিশনের অন্যতম হিট নায়ক অর্কপ্রভ। টেন্ট সিনেমার ‘তোমাদের রাণী’র হাত ধরে কেরিয়ারের মোড় ঘুরে গিয়েছে তাঁর। দুর্জয়-রাণীর রোম্যান্সে বুঁদ দর্শক। দুর্জয়ের মহিলা ভক্ত সংখ্যা বেড়েই চলেছে দিনদিন। বহু নারীর ক্রাশ অর্কপ্রভ।

 

পরে জার্নালিজম-মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছেন অর্কপ্রভ। গুরুদাস কলেজের ছাত্র ছিলেন। সেইসময় থেকেই অভিনয়ের দুনিয়ায় আসা। ২০০৯ সালে জুনিয়র আর্টিস্ট হিসাবে হাতেখড়ি হয় তাঁর। এরপর লম্বা সময় ধরে নানান পেশার সঙ্গে যুক্ত থেকেছেন পর্দার দুর্জয়। কখনও বিয়ে বাড়িতে ছবি তুলেছেন। কখনও আবার মুম্বইতে গিয়ে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন।

 

তোমাদের রাণী অনেকটাই বদলে দিয়েছে অভিনেতার জীবন। আগে তো পরিচালক হতে চেয়েছিলেন। সেই পথেই নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ছোট থেকেই ফ্যাশনেবল ছিলেন নাকি অর্কপ্রভ। ভালো জামাকাপড় পড়তে ভালো লাগত। তবে মাঝে কয়েকটা বছর নিজের দিকে তেমন নজর দেননি। লকডাউনের আগে একটু মোটা হয়ে গিয়েছিলেন। এরপরই টনক নড়ে নায়কের। শরীরচর্চা করে রোগা হলেন। এখন বাইরে বেরোলে সবাই চিনতে পারে, ছবি তুলতে চায়। এই স্টারডম চুটিয় এনজয় করছেন নায়ক।

 

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে সূর্য দীপার ভুল বোঝাবুঝির জন্য তাদের দুই সন্তান সোনা রুপার সব বাকি বাচ্চাদের মত একেবারেই নয়, বাবা মা দুজনের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে তারা, শুধু তাই নয় সূর্য দীপার ঝামেলার প্রভাব পড়েছে তাদের ওপর। ঠিক একই ধরনের গল্প এবার দেখা যাচ্ছে ‘তোমাদের রাণী’তেও। রাণীর প্রতি দুর্জয় এর অবিশ্বাস এবং সেখান থেকেই দূরত্ব তৈরি হওয়া, তাহলে কি ছোট্ট দুণীও মা বাবার মধ্যে দূরত্ব,তিক্ত সম্পর্ক দেখেই বড় হবে? যদিও রাণী হয়তো তেমনটা হতে দেবে না।

 

https://fb.watch/sxzcv_nv5n/

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

 

 

Exit mobile version