Bardhaman: বর্ধমানের অনাময়ে শুরু হতে চলেছে ওপেন হার্ট সার্জারি, কলকাতার পর প্রথমবার জেলায়

।। প্রথম কলকাতা।।

Bardhaman: ওপেন হার্ট সার্জারির সুবিধা পশ্চিমবঙ্গে আপাতত দু-একটি সরকারি হাসপাতালে রয়েছে। যার কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় রোগীদের। আর বেসরকারি হাসপাতালে ওপেন হার্ট সার্জারি (Open Heart Surgery) করাতে গেলে প্রয়োজন লক্ষ লক্ষ টাকার। যাদের আর্থিক সচ্ছলতা রয়েছে তাঁরা যদিও বা বেসরকারি হাসপাতালে ওপেন হার্ট সার্জারি করাতে পপারেন, কিন্তু মধ্যবিত্ত বা নিম্নবিত্তের কাছে এই কল্পনাও অবাস্তব। তবে এবার কলকাতার এসএসকেএম (SSKM) এর মত ওপেন হার্ট সার্জারি পরিষেবা মিলবে বর্ধমানে। কারণ নতুন বছরেই বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে (Anamoy Super Speciality Hospital) চালু হতে চলেছে ওপেন হার্ট সার্জারি।

সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, এই পরিষেবা শুরু হবে ২০২৩ সালের মে- জুন মাস নাগাদ। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ কৌস্তভ নায়েক এই প্রসঙ্গে বলেন, যে কোন হাসপাতালে ওপেন হার্ট সার্জারির জন্য প্রয়োজন হয় হার্টল্যান্ড মেশিন। আর সেই মেশিন প্রায় কয়েক কোটি টাকা মূল্যের। বর্ধমানের অনাময় হাসপাতালে ওপেন হার্ট সার্জারির জন্য নতুন করে পরিকাঠামো তৈরি করা হয়েছে। দুজন চিকিৎসক এসেছেন। এছাড়াও ওই ইউনিটে দেওয়া হয়েছে নার্স। আপাতত সেখানে দশটি বেডের ব্যবস্থা করা হয়েছে। পাঁচটি আলাদা করে মহিলাদের জন্য।

স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া খবর অনুসারে, ওপেন হার্ট সার্জারির জন্য বর্তমানে গ্রুপ ডি কর্মী নিয়োগ নিয়োগ করা হচ্ছে। অনাময় হাসপাতালে ওটি তৈরি করার একটি জায়গাও ইতিমধ্যে চিহ্নিত করা হয়ে গিয়েছে। জানানো হয়েছে অপারেশনের পরে রোগীদের একটি বিশেষ বেডে কিছুদিন রাখা হবে। আর তারপর তাঁর শারীরিক অবস্থা বুঝে তাকে জেনারেল বেডে পাঠানো হবে। বর্তমানে অনাময় হাসপাতালে অ্যাঞ্জিওপ্লাস্টি (Angioplasty) পরিষেবা দেওয়া হয়। হাসপাতাল সূত্রে পাওয়া খবর বলছে, প্রতিমাসে প্রায় ৩৫০ রোগীকে পরিষেবা দিয়ে থাকে এই হাসপাতাল। এছাড়াও এখানে রোগীরা একেবারে বিনামূল্যে উন্নতমানের পেসমেকার (Pacemaker) বসাতে পারেন।

অনাময় হাসপাতালে যারা হার্টের চিকিৎসা (Heart Treatment) করান তাদের তরফ থেকেই জানা গিয়েছে, এই হাসপাতালে খুব ভালো পরিষেবা দেওয়া হয়। একই সঙ্গে সেখানে ন্যায্য মূল্যের ওষুধ কেনার মত সুবিধা রয়েছে। বিনা পয়সায় পেসমেকার বসান মুর্শিদাবাদের বড়ঞা এলাকার পাথরচাপুরি গ্রামের এক বাসিন্দা আনিসুর শেখ। তাঁর কথায়, বিগত তিন বছর ধরে তিনি হার্টের চিকিৎসায় অনাময় হাসপাতালে আসছেন। প্রতিবারই চিকিৎসায় অত্যন্ত সন্তুষ্ট হন তিনি। অনাময় হাসপাতালে এই ওপেন হার্ট সার্জারি পরিষেবা শুরু হলে শুধু বর্ধমান নয় বীরভূম, মুর্শিদাবাদ সহ আশেপাশের অন্যান্য জেলাগুলির মানুষও অনেক সুবিধা পাবেন।

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের কথায়, চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে বর্ধমান অনেকটাই এগিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ক্যান্সার চিকিৎসার জন্য বিশেষ ইউনিট চালু করার চিন্তাভাবনাও চলছে। সব মিলিয়ে বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে ওপেন হার্ট সার্জারির ব্যবস্থা শুরু হলে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের মানুষরাও বেশ উপকৃত হবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version