।। প্রথম কলকাতা ।।
AKLF 2023 : নতুন বছর আসার আগেই নতুন সুখবর সাহিত্যপ্রেমীদের জন্য। ২০২৩ সালের ১২ জানুয়ারি থেকে অ্যাপিজে কলকাতা সাহিত্য উৎসব শুরু হতে চলেছে। চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। মঙ্গলবার অক্সফোর্ড বুক স্টোর্সের তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। অক্সফোর্ড বুক স্টোর যা প্রায় ১০০ বছরের পুরনো, এই বইয়ের দোকানের তরফ থেকেই অ্যাপিজে কলকাতা সাহিত্য উৎসবের আয়োজন করা হয়েছে। সেটি অনুষ্ঠিত হবে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের থিম হতে চলেছে ‘অক্সফোর্ড বুক স্টোরের ১০০ বছর’।
বিগত দুটি বছর করোনার কারণে AKLF অনুষ্ঠিত হয়েছে অনলাইনে। যদিও সেই অনলাইন সাহিত্য উৎসবে বিভিন্ন প্রান্তের লেখকরা অংশগ্রহণ করতে পেরেছিলেন। এইবারও সকলের জন্য অবারিত দ্বার। জানা গিয়েছে অক্সফোর্ড বুক স্টোর এর ১০০ বছর উদযাপন করা হবে এই সাহিত্য উৎসবের মাধ্যমে। AKLF- ২০২৩ এ উপস্থিত থাকবেন পুলিৎজার পুরস্কার জয়ী আইকনিক লেখক অ্যালিস ওয়াকার সহ প্রায় ১০০ জনেরও বেশি বক্তা। বিশিষ্ট বক্তাদের তালিকায় নাম রয়েছে চলচ্চিত্র নির্মাতা থেকে শুরু করে লেখক, শিক্ষাবিদ, গায়ক, অভিনেতা সহ বহু গুণী ব্যক্তিদের।
অ্যাপিজে সুরেন্দ্র গ্রুপের ডিরেক্টর প্রীতি পল জানান, AKLF – ২০২৩ এর মাধ্যমে যেহেতু অক্সফোর্ড বুক স্টোর এর শতবর্ষ উদযাপন করা হবে তাই অত্যন্ত উৎসাহিত তাঁরা। এছাড়াও এই সাহিত্য উৎসবের মাধ্যমে তরুণ পাঠকদের আরও বইপ্রেমী করে তোলার চেষ্টা চলবে। কারণ তাঁরাই অক্সফোর্ড বুক স্টোরের ভবিষ্যৎ। বিগত দুটি বছর অনলাইনে এই সাহিত্য উৎসব চললেও এবার ইন্ডিয়ান মিউজিয়ামের সাথে অংশীদারিত্বের মাধ্যমে এই উৎসবে স্বশরীরে উপস্থিত থাকতে পারবেন সকলে।
জানা যায়, অক্সফোর্ড বুক স্টোরের ১৪তম সংস্করণে নন-ফিকশন, কল্পকাহিনী, ইতিহাস, মেন্টাল হেলথ, পৌরাণিক কাহিনী থেকে শুরু করে শিল্প সংস্কৃতি ,বিভিন্ন ভাষার অনুবাদ করা বই, এমনকি খাদ্য, লাইফ স্টাইল, রহস্য সব ধরনের লেখা ফুটিয়ে তোলা হবে বইয়ের পাতায়। অবশ্যই এই সাহিত্য উৎসবে থাকছে বিশেষ আকর্ষণীয় কিছু অফার। যার স্বাদ নিতে পারবেন সকলেই। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে অক্সফোর্ড বুকস্টোরের উদ্যোগে এই সাহিত্য উৎসব শুরু হয়েছিল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম