Sreebhumi Durga Puja: শ্রীভূমিতে একের পর এক চমক ! এই পূজামণ্ডপ ঠিক যেন বিদেশ

।। প্রথম কলকাতা ।।

Sreebhumi Durga Puja: শ্রীভূমির এবারের থিম ডিজনিল্যান্ড। মহালয়া থেকেই উপচে পড়া ভিড়। দেবী দুর্গাকে মুড়ে ফেলা হয়েছে সোনার গয়না দিয়ে। মণ্ডপ জুড়ে মায়ার খেলা আপনি এই চমকটা মিস করছেন না তো? কলকাতার নামকরা পুজো গুলির মধ্যে অন্যতম শ্রীভূমি।ইদানিং যেন জনপ্রিয়তা আরও বেড়েছে। ডিজনিল্যান্ডের পরিচিতি বিশ্বজোড়া। এবার সেই এক টুকরো ডিজনিল্যান্ড এবারের শ্রীভূমির পুজোয় চমক। কখনও তাদের থিমের মধ্যে থাকে বাহুবলী তো কখনও থাকে বুর্জ খালিফা। এমনকি ভ্যাটিকান সিটিও ছিল তাদের থিমের তালিকায়। এবার কলকাতাবাসী আমেরিকায় না গিয়েই দর্শন পাচ্ছেন ডিজনিল্যান্ডের।

বিশ্বখ্যাত ডিজনিল্যান্ডের আসলে ওয়াল্ট ডিজনিরই পরিকল্পনা। ক্যালিফোর্নিয়ার থিম পার্ককে হালকা রঙে শ্রীভমিতে এই থিম গড়ে উঠেছে। ঐতিহ্য মেনেই প্রতিমাকে সোনার গয়না পরানো হয়। প্রতিমার জন্যই আলাদা করে তৈরি করা হয়েছে গয়না। তাই আলো করে রয়েছে উমার গায়ে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রতিবছরই দুর্গাপুজোয় চমক দিয়ে থাকে। প্রতি বছরই তুমুল ভিড় হয় এই পুজো ঘিরে। রীতিমতো যানজটের পরিস্থিতি তৈরি হয়।

এবছর তাদের পুজো ৫১ বছরে পা দিল। গোটা এলাকা সাজিয়ে তোলা হয়েছে রংবেরঙের আলোয়। মহালয়ার দিনেই সেজে উঠেছেন মা। মহালয়ার রাত থেকেই ভিড়ে ঠাসা। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোয় ডিজনিল্যান্ড দেখতে উপচে পড়া ভিড়। এছাড়াও মহালয়ার রাতে বিশেষ আকর্ষণ ছিলেন সিনে জগতের দুই সুপার স্টার। দেব এবং বিদ্যা বালানের উপস্থিতিতে আরও উজ্জ্বল হয়ে ওঠে পুজো মণ্ডপ। তাঁদের দেখার জন্য ফ্যানদের উন্মাদনা তো ছিলই, পাশাপাশি, এই সুযোগে মণ্ডপ ও ঠাকুর দর্শনেরও সুযোগ হাতছাড়া করেননি তিলোত্তমাবাসী।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version