Republic Day 2023: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সাজো সাজো রব দিল্লিতে, এবারে থাকছে কী কী চমক?

।। প্রথম কলকাতা ।।

Republic Day 2023: প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেজে ওঠে রাজধানী। এ বছরেও একই চিত্র নজরে আসছে। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে অনেকদিন। নিরাপত্তার চাদরে ঢেকে গিয়েছে গোটা দিল্লি। প্রতিবার ২৬ জানুয়ারি (Republic Day) কিছু না কিছু স্পেশাল থাকে। এই বছরেও রয়েছে চমক। ২০২৩-এর প্রজাতন্ত্র দিবসে দেশের বৈচিত্র্যের মধ্যে একাত্মতাকে তুলে ধরা হচ্ছে। তাহলে এবারে অতিথি তালিকায় কারা রয়েছেন? কী কী চমক থাকছে এবারের প্রজাতন্ত্র দিবসে?

‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৩-এর প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথির তালিকায় রয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতাহ আল সিসি। সেইসঙ্গে কুচকাওয়াজে মিশরের সশস্ত্র বাহিনীর ১২০ জন সদস্য যোগ দিতে চলেছেন। গতবারের মতো এবারও প্রজাতন্ত্র দিবস ২৩ জানুয়ারি থেকে পালন শুরু হবে। ৩০ জানুয়ারি কর্তব্যপথে বিটিং রিট্রিট এবং শহীদ দিবস পালনের মধ্য দিয়ে শেষ হবে। প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন সরকার ২৩ জানুয়ারি দিনটিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছে।

প্রতিবেদন অনুযায়ী, এ বছরের আয়োজনে মূল আকর্ষণ হল ৩,৫০০ ড্রোনের শো। সেইসঙ্গে কৈলাস খেরের সুরে মাতবে রাজধানী। কুচকাওয়াজে মোট ৫০টি বিমান ও হেলিকপ্টারের ফ্লাইপাস্ট হবে। এর মধ্যে যুদ্ধবিমান ২৩ টি। পাশাপাশি আগেরবারের মতো এবারও প্রকল্পে নিযুক্ত শ্রমিকদের আমন্ত্রণ জানানো হয়েছে কুচকাওয়াজ অনুষ্ঠানে। অন্যদিকে কুচকাওয়াজে জায়গা করে নিচ্ছে নারী শক্তি। ৫০৩ জন নৃত্যশিল্পী এই নারী শক্তির বিশেষ অনুষ্ঠান পরিবেশন করবেন। দু’বছর পর কুচকাওয়াজে জায়গা পেয়েছে বাংলা। ইউনেস্কোর হেরিটেজ তকমাকে উদযাপন করতে অংশ নেবে মা দুর্গার বিশেষ ট্যাবলো।

রিপোর্ট বলছে, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক সপ্তাহব্যাপী উদযাপন শুরু হচ্ছে মিলিটারি ট্যাটু দিয়ে। আয়োজন করা হয়েছে আদিবাসী নৃত্যের। যেখানে গৌর মারিয়া, সিদ্ধি ধামাল, বৈগ পারধনি, বাগরুম্বা, ঘুসাড়ি, রথওয়া, গাড্ডিনাটি সহ একাধিক নৃত্য পরিবেশিত হবে। ২৩ থেকে ২৪ পর্যন্ত অনুষ্ঠান রয়েছে জহরলাল নেহরু স্টেডিয়ামে। নেতাজির ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে পালন করা হচ্ছে এই অনুষ্ঠান।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version