।। প্রথম কলকাতা ।।
Republic Day: আর কয়েক দিনের মাত্র অপেক্ষা। তারপরেই দেশবাসী উদযাপন করবে প্রজাতন্ত্র দিবসের (Republic Day) সকাল। ইতিমধ্যেই দেশের নানা প্রান্তে প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। কলকাতা থেকে শুরু করে দিল্লি সর্বত্র এই ছবিটা খানিকটা একই রকম। ৭৪ তম প্রজাতন্ত্র দিবস পালনের প্রস্তুতিতে কোনরকম খামতি যাতে না থাকে তাই শহর কলকাতায় জোর কদমে শুরু হয়ে গিয়েছে কাজ। ইতিমধ্যে বার কয়েক প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া চলেছে রেড রোডে (Red Road) ।
গত মঙ্গলবার অর্থাৎ ১৭ জানুয়ারি থেকেই কলকাতার রেড রোডে কুচকাওয়াজের মহড়া শুরু হয়ে গিয়েছিল। মূলত যান চলাচল বন্ধ করেই এই কুচকাওয়াজের মহড়া চলে । পুলিশের তরফ থেকে জানানো হয়, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কুচকাওয়াজের জন্য মহড়া (Rehearsal) চলবে রেড রোডে। এই কারণে ১৮,২০,২১ এবং ২৪ জানুয়ারি যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে রেড রোড সহ অন্যান্য বেশ কয়েকটি রাস্তাতে। ইতিমধ্যেই গতকাল পর্যন্ত মহড়া চলেছে। আজ অর্থাৎ রবিবারেও সেই ছবি দেখতে পাওয়া গেল রেড রোডে।
এই কারণে হসপিটাল রোড, লাভার্স লেন, কুইন্স ওয়ের দক্ষিণ প্রান্তের একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি খিদিরপুর রোড, কিংস ওয়ে, রানী রাসমণি অ্যাভিনিউয়ের দক্ষিণ প্রান্ত আপাতত বন্ধ রাখা হবে। এর মধ্যে কয়েকটি রাস্তার গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে অন্য পথে। তবে এদিন রেড রোডের কুচকাওয়াজের মহড়ায় অংশ নেয় সেনাবাহিনী সহ কলকাতা পুলিশ। আগামী ২৬ শে জানুয়ারি এই বিশেষ দিনটিকে মাথায় রেখে ইতিমধ্যেই রাজধানী দিল্লিতেও প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতিপর্ব চলছে। রাষ্ট্রীয় উদ্যোগে ভারতের প্রজাতন্ত্র দিবসে দেশের বিভিন্ন প্রান্তে সকাল থেকেই সেনাবাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে অন্যান্য বারের মতোই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম