।। প্রথম কলকাতা ।।
Republic Day 2023: ৭৪তম প্রজাতন্ত্র দিবসে (74 Republic Day) সেজে উঠেছে রাজপথ। প্রধান অতিথি হিসেবে ভারতে এসেছেন ইজিপ্টের প্রেসিডেন্ট আব্দুল ফতাহ অল-সিসি। সকাল সাড়ে দশটা থেকে কুচকাওয়াজ শুরু হয়ে গেছে। যেখানে দেখতে পাওয়া গিয়েছে দেশের সামরিক শক্তি ও সংস্কৃতির অসাধারণ সুন্দর এক মেলবন্ধন। নিরাপত্তার জন্য রয়েছে ১৫০টি সিসিটিভি ক্যামেরা। এছাড়াও দায়িত্বে রয়েছেন ৬০০০ জন সেনা। আরেকটি বিশেষ দিক হল, ২০২৩ এর কুচকাওয়াজে অংশ নিয়েছে ১১ জন শিশু, যারা প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাল পুরস্কার পাবে।
এই কুচকাওয়াজ এত বিশেষ হওয়ার পিছনে বিশেষ হওয়ার নেপথ্যে বেশ অনেকগুলি কারণ রয়েছে। এখানে নৃত্যকলা প্রদর্শন করবেন প্রায় ৪৭৯ জন শিল্পী। যেখানে বন্দেমাতরম প্রতিযোগিতার মাধ্যমে এই শিল্পীদের বেছে নেওয়া হয়েছে। ভারতের প্রজাতন্ত্র দিবসের এই উদযাপনের নেতৃত্ব দেবেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রায় ১৭টি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, সরকারের ছটি মন্ত্রক এবং বিভিন্ন বিভাগের ট্যাবলো প্রদর্শিত হবে। প্রজাতন্ত্র দিবসের সকাল থেকেই ইতিমধ্যেই গোটা দেশের চোখ এখন টেলিভিশনের পর্দায়। কেউই লাইভ মিস করতে চাইছেন না। তার উপর সরস্বতী পুজো বলে কথা। ২০২৩ এর ২৬শে জানুয়ারি যেন এক্কেবারে আনন্দে জমজমাট।
৭৪ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে উদযাপনের আয়োজনে বিন্দুমাত্র খামতি নেই। কর্তব্য পথে পতাকা উত্তোলন করবেন রাষ্ট্রপতি। এই দিন রাষ্ট্রপতি বিশেষ বিশেষ ব্যক্তিদের হাতে তুলে দেবেন পুরস্কার। প্রতিবছর ঐতিহ্য অনুযায়ী প্রজাতন্ত্র দিবসে ভারতরত্ন, পদ্ম পুরস্কার, বীরত্ব পুরস্কার, রাষ্ট্রপতির পুলিশ পদক, প্রধানমন্ত্রী জাতীয় শিশু পুরস্কার, জীবন রক্ষা পদক, সংশোধনামূলক পরিষেবা পদক প্রভৃতি পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি সশস্ত্র বাহিনী এবং পুলিশ বিভাগের সাহসী অফিসারদের রাষ্ট্রপতি শ্রদ্ধা জানান।
এ বছর প্রজাতন্ত্র দিবসের একটি বিশেষ থিম রাখা হয়েছে। ‘নতুন ভারতের উদয়’ থিমে সেজে উঠেছে গোটা প্রোগ্রাম। যেখানে দেখানো হবে অভ্যন্তরীণ শক্তি, আর্থিক ও সামাজিক অগ্রগতি, সাংস্কৃতিক ঐতিহ্য এবং নারীর ক্ষমতায়ন। এছাড়াও দেখা যাবে রাফাল যুদ্ধবিমানকে, যা অংশ নেবে ভার্টিকাল চার্লি ম্যানুভারে। যারা নতুন পার্লামেন্ট ভবন, কর্তব্য পথ আর সেন্ট্রাল ভিস্তা তৈরিতে অংশ নিয়েছিলেন তারাও এই কুচকাওয়াজে অংশ নিতে পারেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম