Sheikh Mujibur Rahman: বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রদানের ৫২ বছর পূর্তি, কলকাতায় হবে বিশেষ অনুষ্ঠান

।। প্রথম কলকাতা ।।

Sheikh Mujibur Rahman: ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রদানের ৫২বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার কলকাতায় (Kolkata) বাংলাদেশ উপ হাইকমিশনে (Deputy High Commission Of Bangladesh) একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৭ই মার্চ অনুষ্ঠান সূচি সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা বাংলাদেশ (Bangladesh) উপ হাইকমিশনের দূতালায় প্রধান সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান।

৭ ই মার্চ বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ১৯৭১ সালের এই দিনটিতে ঢাকার রমনায় রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (Sheikh Mujibur Rahman) যে কথাগুলি বলেছিলেন তা আজও বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে অমর হয়ে রয়েছে। ১৮মিনিটের সেই ভাষণে তিনি নির্যাতিত বাঙালিদের মুক্তিযুদ্ধের প্রস্তুতির জন্য আহ্বান জানান। তাঁর সেই আহ্বানে নিরস্ত্র বাঙালি সেদিনকে বিন্দুমাত্র ভয় না পেয়ে ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর উপর। এই দিনটি আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি পেয়েছে। গোটা বিশ্বজুড়ে ৭ ওই মার্চের বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ প্রশংসিত এবং আলোচিত। এই ভাষণটি প্রায় ১২টি ভাষায় অনুবাদ করা হয়েছে। ২০১৭ সালের অক্টোবরে ইউনেস্কো বঙ্গবন্ধুর এই ভাষণকে ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি প্রদান করে। ৭ই মার্চের এই ঐতিহাসিক ভাষণকে কেন্দ্র করে রয়েছে গুরুত্বপূর্ণ সাহিত্যমূল্য। অনেকে মনে করেন, কাব্যিক ছন্দের এই ভাষণ প্রকৃতপক্ষে দীর্ঘ কবিতা। যা বহু মানুষকে নতুন করে বাঁচার রসদ যুগিয়েছে।

২০২৩ এর ৭ই মার্চ কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণকে কেন্দ্র করে সকাল সাড়ে ৯টা থেকেই শুরু হবে অনুষ্ঠান। প্রথমে উপ হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৯টা ৩৫ মিনিটে উপ হাইকমিশন প্রাঙ্গনে ‘মুজিব চিরঞ্জীব’ ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন হবে। ঠিক তার ৫ মিনিট পরে হবে বিশেষ মোনাজাত। তারপর বিকেল ৪টের সময় উপস্থাপক কর্তৃক অনুষ্ঠানের সূচনা করা হবে। বিকেল ৪টে ৫ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার ৫ মিনিট পর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে কেন্দ্র করে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে। ৪টে ৩৫ মিনিটে স্বাগত বক্তব্য রাখবেন কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশনার আন্দালিব ইলিয়াস। বিকেল ৪টে ৪৫ মিনিট থেকে শুরু হবে আলোচনা অনুষ্ঠান। যেখানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন যাদবপুর বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. বরেন্দ্র মন্ডল। বিশিষ্ট সাংবাদিক শ্রী দেবদীপ পুরোহিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। প্রধানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী সইফুজ্জামান চৌধুরী।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version